Ajker Patrika

কিশোর সজীব হত্যার ১৯ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
কিশোর সজীব হত্যার ১৯ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড 

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর সজিব ওরফে শরীফ (১৫) হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ শহরের তল্লা খানপুর এলাকার খোকন মিয়ার ছেলে রনি এবং বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আজিজুল ইসলামের ছেলে মামুন। রায় ঘোষণাকালে উভয়েই পলাতক ছিলেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, উভয় আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, ‘২০০৫ সালে ১ মার্চ সন্ধ্যার পর বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকে এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে বাইরে যায় সজিব ওরফে শরীফ। কিন্তু রাতে বাসায় ফিরে না আসায় তার বাবা শহীদুল্লাহ তার খোঁজ করেও পাননি।

পরদিন পুলিশ বন্দরের মাহমুদপুর এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে সজিবের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা শহীদুল্লাহ বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, হত্যাকাণ্ডের ১৯ বছর পর আজকে আদালত এই মামলার রায় ঘোষণা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত