সাভার (ঢাকা) প্রতিনিধি
‘আমরা তো এতিম হয়ে গেলাম। এই যে মানুষটি সারা জীবন স্বাস্থ্য খাতে, সমাজ সচেতনতায়, রাজনৈতিক সচেতনতায়, নিরীহ মানুষের সহায়তায় সারা জীবন বিসর্জন করে গেলেন। শেষ পর্যন্ত তিনি নিজের হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা সেবা নিতে যাননি। ওনার মত নিঃস্বার্থ লোক, হাজার গরিব দুঃখীর জনপ্রিয় মানুষ, আর হয় না। তার আত্মার মাগফিরাত কামনা করি।’ ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজায় অংশ নিয়ে এভাবেই বলছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের।
আজ শুক্রবার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে বেলা ৩টায় দাফন করা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে বেলা আড়াইটার সময় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডা. জাফরুল্লাহর আদর্শ ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক তানিয়া আহমেদ তন্নী। তিনি বলেন, ‘আমি গর্বিত যে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমি এখন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার আদর্শকে তার দিকনির্দেশনাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। যখন শিক্ষার্থী ছিলাম তখনো দেখেছি, আবার শিক্ষক হওয়ার পরেও দেখেছি। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু থেকে গেছে তাঁর আদর্শ তার চিন্তাধারা, তাঁর সব কিছুই। আমি যা ধারণ করেছি, যা শিখেছি, আমি যাতে আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই জিনিসগুলো দিয়ে যেতে পারি। আজ তাঁর বিদায় দিনে আমি সেটাই আশা করছি, সেটাই আমার ইচ্ছা সেটাই আমার চাওয়া।’
হুইলচেয়ারে করে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার অনিল ভৌমিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মত প্রতিবন্ধী একজন মানুষকে জাফরুল্লাহ চৌধুরী এই পদে বসিয়েছেন। আমি সাধারণ কর্মী হিসেবে যোগ দিয়েছিলাম প্রায় ৩৭ বছর আগে। আমার কাছে তিনি ভগবানের মত। তিনি একজন মানুষরূপী দেবতা।’
গণস্বাস্থ্য কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মানব সম্পদ উন্নয়ন সহকারী ফারহানা ইয়াসমিন বলেন, ‘বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তিনি যে নেই তা শুনতেই আমার মনে হয়েছে আমার মাথার ওপর আকাশ নেই। আমার পায়ের নিচে মাটি সড়ে গিয়েছে।’
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডা. শাকিল মাহমুদ বলেন, ‘গণস্বাস্থ্যে পড়াশোনা করে ডাক্তাররা যা শিখে তা অন্য কোনো প্রতিষ্ঠানে সম্ভব না। স্বাধীনতা, ভাষা আন্দোলনসহ সকল বিষয় আমরা পড়াশোনার মধ্যে শিখেছি এবং ছাত্রদেরও শিখাই। ডা. জাফরুল্লাহ আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, কীভাবে লাভের চিন্তা না করে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে হয়। তিনি আমাদের বলেছেন, আগে ভালো মানুষ হতে হবে পরে ডাক্তার। এভাবে তো কেউ শেখান না। আমরা চেষ্টা করব এই শিক্ষা ছড়িয়ে দিতে। এমন শিক্ষক, এমন ব্যক্তি আর পাওয়া যাবে না।
‘আমরা তো এতিম হয়ে গেলাম। এই যে মানুষটি সারা জীবন স্বাস্থ্য খাতে, সমাজ সচেতনতায়, রাজনৈতিক সচেতনতায়, নিরীহ মানুষের সহায়তায় সারা জীবন বিসর্জন করে গেলেন। শেষ পর্যন্ত তিনি নিজের হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা সেবা নিতে যাননি। ওনার মত নিঃস্বার্থ লোক, হাজার গরিব দুঃখীর জনপ্রিয় মানুষ, আর হয় না। তার আত্মার মাগফিরাত কামনা করি।’ ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজায় অংশ নিয়ে এভাবেই বলছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের।
আজ শুক্রবার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে বেলা ৩টায় দাফন করা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে বেলা আড়াইটার সময় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডা. জাফরুল্লাহর আদর্শ ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক তানিয়া আহমেদ তন্নী। তিনি বলেন, ‘আমি গর্বিত যে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমি এখন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার আদর্শকে তার দিকনির্দেশনাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। যখন শিক্ষার্থী ছিলাম তখনো দেখেছি, আবার শিক্ষক হওয়ার পরেও দেখেছি। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু থেকে গেছে তাঁর আদর্শ তার চিন্তাধারা, তাঁর সব কিছুই। আমি যা ধারণ করেছি, যা শিখেছি, আমি যাতে আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই জিনিসগুলো দিয়ে যেতে পারি। আজ তাঁর বিদায় দিনে আমি সেটাই আশা করছি, সেটাই আমার ইচ্ছা সেটাই আমার চাওয়া।’
হুইলচেয়ারে করে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার অনিল ভৌমিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মত প্রতিবন্ধী একজন মানুষকে জাফরুল্লাহ চৌধুরী এই পদে বসিয়েছেন। আমি সাধারণ কর্মী হিসেবে যোগ দিয়েছিলাম প্রায় ৩৭ বছর আগে। আমার কাছে তিনি ভগবানের মত। তিনি একজন মানুষরূপী দেবতা।’
গণস্বাস্থ্য কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মানব সম্পদ উন্নয়ন সহকারী ফারহানা ইয়াসমিন বলেন, ‘বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তিনি যে নেই তা শুনতেই আমার মনে হয়েছে আমার মাথার ওপর আকাশ নেই। আমার পায়ের নিচে মাটি সড়ে গিয়েছে।’
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডা. শাকিল মাহমুদ বলেন, ‘গণস্বাস্থ্যে পড়াশোনা করে ডাক্তাররা যা শিখে তা অন্য কোনো প্রতিষ্ঠানে সম্ভব না। স্বাধীনতা, ভাষা আন্দোলনসহ সকল বিষয় আমরা পড়াশোনার মধ্যে শিখেছি এবং ছাত্রদেরও শিখাই। ডা. জাফরুল্লাহ আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, কীভাবে লাভের চিন্তা না করে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে হয়। তিনি আমাদের বলেছেন, আগে ভালো মানুষ হতে হবে পরে ডাক্তার। এভাবে তো কেউ শেখান না। আমরা চেষ্টা করব এই শিক্ষা ছড়িয়ে দিতে। এমন শিক্ষক, এমন ব্যক্তি আর পাওয়া যাবে না।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে