হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় গোসল করতে নেমে মো. তুষার হোসেন মতিয়ার (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ধূলসুরা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ কিশোরের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
তুষার মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের মোশাররফ হোসেন সানির ছেলে। সে হাটিপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
ভুক্তভোগীর পরিবার জানায়, তুষার গতকাল দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। তার পাঁচ বন্ধু বাড়িতে ফিরে এলেও নিখোঁজ হয় তুষার। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের বিষয়টি তার বন্ধুরা নিজেদের মধ্যে গোপন রাখে।
তুষারের চাচা আজিজ খান বলেন, ‘তুষার নিখোঁজ হলো তার বন্ধুরা কাউকে জানাল না কেন? এতেই বোঝা যায় ওর বন্ধুরা তুষারকে মেরে পদ্মায় ফেলেছে।’
তুষারের মা বলেন, ‘পাঁচ বন্ধু তুষারকে গোসল করতে নিয়ে যায়। সবাই বাড়ি ফিরে এলেও তুষার ফিরে আসেনি। বন্ধুদের তুষারের কথা জিজ্ঞেস করলে অসংলগ্ন কথা বলে। কেউ জানায় তুষার আসতেছে রাস্তায়, আবার বলে তুষার কই জানি না। একে জন একেক কথা বলে। সন্ধ্যায় তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন মোবাইল দিয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইল ওগো কাছে। ওদের বিচার চাই, আমার ছেলেরে ফেরত চাই।’
ধূলসুরা এলাকার ঘটনাস্থলের বাসিন্দা শুকুরের স্ত্রী বলেন, ‘গোসল করবার যাইয়া যদি ডুইবা যায় তাইলে কাউরে কইলো না ক্যা। ওনে মেলা চাইল দিছে, পাশে লোক ছিল, বেড়ি বাঁধে কাজের লোক ছিল কাউরে কইলো না ক্যা! ওই পোলারে বন্ধুরা মাইরা ফালাইছে।’
অভিযোগ তোলা ওই পাঁচ বন্ধুর মধ্যে একজনের বাবা আশরাফ বলেন, ‘ধূলসুরা এলাকা থেকে দোহার পর্যন্ত পদ্মায় ট্রলার নিয়ে আমরা খোঁজাখুঁজি করছি। আমার ছেলেসহ একজন গোসল করে পদ্মা থেকে চলে আসছি। বাকি চারজন পদ্মাপাড়ে রয়ে গেছে। প্রথমে আমার ছেলে অস্বীকার করলেও বাকিরা একেকজন একেক কথা বলেছে। কেউ বলেছে গোসল করতে দেখেছে। তাদের কথা স্পষ্ট নয়।’
আরেক বন্ধুর বাবা জয়নাল বলেন, পদ্মায় গোসল করতে গিয়ে তুষার ডুবে গেছে বলে ওর বন্ধুরা জানিয়েছে।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, ‘আমি রাতেই ধূলসুরা পদ্মাপাড় স্পটে গিয়েছিলাম। গতকাল রাত ১১টার দিকে নিখোঁজ কিশোরের আত্মীয় অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে।’
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় গোসল করতে নেমে মো. তুষার হোসেন মতিয়ার (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ধূলসুরা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ কিশোরের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
তুষার মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের মোশাররফ হোসেন সানির ছেলে। সে হাটিপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
ভুক্তভোগীর পরিবার জানায়, তুষার গতকাল দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। তার পাঁচ বন্ধু বাড়িতে ফিরে এলেও নিখোঁজ হয় তুষার। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের বিষয়টি তার বন্ধুরা নিজেদের মধ্যে গোপন রাখে।
তুষারের চাচা আজিজ খান বলেন, ‘তুষার নিখোঁজ হলো তার বন্ধুরা কাউকে জানাল না কেন? এতেই বোঝা যায় ওর বন্ধুরা তুষারকে মেরে পদ্মায় ফেলেছে।’
তুষারের মা বলেন, ‘পাঁচ বন্ধু তুষারকে গোসল করতে নিয়ে যায়। সবাই বাড়ি ফিরে এলেও তুষার ফিরে আসেনি। বন্ধুদের তুষারের কথা জিজ্ঞেস করলে অসংলগ্ন কথা বলে। কেউ জানায় তুষার আসতেছে রাস্তায়, আবার বলে তুষার কই জানি না। একে জন একেক কথা বলে। সন্ধ্যায় তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন মোবাইল দিয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইল ওগো কাছে। ওদের বিচার চাই, আমার ছেলেরে ফেরত চাই।’
ধূলসুরা এলাকার ঘটনাস্থলের বাসিন্দা শুকুরের স্ত্রী বলেন, ‘গোসল করবার যাইয়া যদি ডুইবা যায় তাইলে কাউরে কইলো না ক্যা। ওনে মেলা চাইল দিছে, পাশে লোক ছিল, বেড়ি বাঁধে কাজের লোক ছিল কাউরে কইলো না ক্যা! ওই পোলারে বন্ধুরা মাইরা ফালাইছে।’
অভিযোগ তোলা ওই পাঁচ বন্ধুর মধ্যে একজনের বাবা আশরাফ বলেন, ‘ধূলসুরা এলাকা থেকে দোহার পর্যন্ত পদ্মায় ট্রলার নিয়ে আমরা খোঁজাখুঁজি করছি। আমার ছেলেসহ একজন গোসল করে পদ্মা থেকে চলে আসছি। বাকি চারজন পদ্মাপাড়ে রয়ে গেছে। প্রথমে আমার ছেলে অস্বীকার করলেও বাকিরা একেকজন একেক কথা বলেছে। কেউ বলেছে গোসল করতে দেখেছে। তাদের কথা স্পষ্ট নয়।’
আরেক বন্ধুর বাবা জয়নাল বলেন, পদ্মায় গোসল করতে গিয়ে তুষার ডুবে গেছে বলে ওর বন্ধুরা জানিয়েছে।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, ‘আমি রাতেই ধূলসুরা পদ্মাপাড় স্পটে গিয়েছিলাম। গতকাল রাত ১১টার দিকে নিখোঁজ কিশোরের আত্মীয় অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে।’
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১ মিনিট আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৩ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৫ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে