Ajker Patrika

সাঈদীর মৃত্যু: বিএসএমএমইউ হাসপাতালে স্বজন ও নেতা–কর্মীর ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাঈদীর মৃত্যু: বিএসএমএমইউ হাসপাতালে স্বজন ও নেতা–কর্মীর ভিড়

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর সংবাদ শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভিড় করছেন তাঁর স্বজন ও দলের নেতা–কর্মীরা। 

হাসপাতালের সামনে থেকে আজকের পত্রিকার প্রতিবেদক জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে সাঈদীর দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। মরদেহ কখন বুঝে নেবেন সে বিষয়ে আলোচনা করছেন। 

বিএসএমএমইউ হাসপাতালে সাঈদীর স্বজন, ভক্ত ও নেতা–কর্মীদের ভিড়। ছবি: আজকের সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকের গেটে সামনে উপস্থিত হতে শুরু করেছেন সাঈদীর ভক্ত ও দলীয় নেতা–কর্মীরা। হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনেরাও সেখানে এসেছেন। উপস্থিত জনতাকে নিয়ন্ত্রণ করতে হাসপাতালের আনসার ও পাশে থাকা শাহবাগ থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলে সেখানে অন্তত পাঁচ শতাধিক মানুষ সেখানে ভিড় করছেন। 

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী বলেন, ‘সাঈদীর মৃত্যুর পর বিএসএমএমইউ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

বিএসএমএমইউ হাসপাতালে সাঈদীর স্বজন, ভক্ত ও নেতা–কর্মীদের ভিড়। ছবি: আজকের এর আগে কাশিমপুর কারাগারে থাকা সাঈদী অসুস্থ হয়ে পড়লে গতকাল রোববার তাকে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাতে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সেখানে আজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান।

বিএসএমএমইউ হাসপাতালে সাঈদীর স্বজন, ভক্ত ও নেতা–কর্মীদের ভিড়। ছবি: আজকের সাঈদীকে মৃত ঘোষণার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে হাসপাতালের পরিচালক বলেন, ‘ওনার দুই ছেলে এখানে উপস্থিত আছেন। আনুষ্ঠানিকতা সেরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত