Ajker Patrika

৪ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক রিমান্ডে

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭: ১৬
৪ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক রিমান্ডে

সাভারে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী এক শিশুর পরিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রোববার দিবাগত রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হাফেজ শামীম (২১) সাভার কাউন্দিয়ার বাকসাত্রা গ্রামের আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদ্রাসার শিক্ষক। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মো. মাসুদের ছেলে। 

আজ মঙ্গলবার সাভার কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুদের বয়স ৯ থেকে ১০ বছর। তাদের নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করতেন হাফেজ শামীম। পরে এ ঘটনায় এক শিশু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের কাছে বিষয়টি জানায়। 

মারধর করার ভয় দেখিয়ে বিভিন্ন শিক্ষার্থীর ওপর এভাবেই অত্যাচার চালিয়ে আসছিলেন শামীম। এজাহার সূত্রে আরও জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের দাবি, অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে রিমান্ডেও আছে। আগামীকাল রিমান্ড শেষ হলে পরে বাকি তথ্য জানানো যাবে। তদন্ত চলছে।’ 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ভুক্তভোগী শিশুর সংখ্যা আরও বেশি। তবে অনেক সময় ভুক্তভোগী পরিবার আইনি প্রক্রিয়ায় যেতে চায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত