সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী এক শিশুর পরিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রোববার দিবাগত রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফেজ শামীম (২১) সাভার কাউন্দিয়ার বাকসাত্রা গ্রামের আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদ্রাসার শিক্ষক। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মো. মাসুদের ছেলে।
আজ মঙ্গলবার সাভার কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুদের বয়স ৯ থেকে ১০ বছর। তাদের নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করতেন হাফেজ শামীম। পরে এ ঘটনায় এক শিশু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের কাছে বিষয়টি জানায়।
মারধর করার ভয় দেখিয়ে বিভিন্ন শিক্ষার্থীর ওপর এভাবেই অত্যাচার চালিয়ে আসছিলেন শামীম। এজাহার সূত্রে আরও জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের দাবি, অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে রিমান্ডেও আছে। আগামীকাল রিমান্ড শেষ হলে পরে বাকি তথ্য জানানো যাবে। তদন্ত চলছে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ভুক্তভোগী শিশুর সংখ্যা আরও বেশি। তবে অনেক সময় ভুক্তভোগী পরিবার আইনি প্রক্রিয়ায় যেতে চায় না।’
সাভারে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী এক শিশুর পরিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রোববার দিবাগত রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফেজ শামীম (২১) সাভার কাউন্দিয়ার বাকসাত্রা গ্রামের আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদ্রাসার শিক্ষক। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মো. মাসুদের ছেলে।
আজ মঙ্গলবার সাভার কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুদের বয়স ৯ থেকে ১০ বছর। তাদের নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করতেন হাফেজ শামীম। পরে এ ঘটনায় এক শিশু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের কাছে বিষয়টি জানায়।
মারধর করার ভয় দেখিয়ে বিভিন্ন শিক্ষার্থীর ওপর এভাবেই অত্যাচার চালিয়ে আসছিলেন শামীম। এজাহার সূত্রে আরও জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের দাবি, অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে রিমান্ডেও আছে। আগামীকাল রিমান্ড শেষ হলে পরে বাকি তথ্য জানানো যাবে। তদন্ত চলছে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ভুক্তভোগী শিশুর সংখ্যা আরও বেশি। তবে অনেক সময় ভুক্তভোগী পরিবার আইনি প্রক্রিয়ায় যেতে চায় না।’
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার মামলার প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত গত শুক্রবার তাদের চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের।
১১ মিনিট আগেগাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ভোর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
২২ মিনিট আগেনাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদুল ইসলামের হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বাবা ধারালো অস্ত্র দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
৪১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে