Ajker Patrika

এবার ষাঁড়ের নাম ‘পদ্মা সেতু’

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২২, ২০: ২৬
এবার ষাঁড়ের নাম ‘পদ্মা সেতু’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কৃষি খামারের ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘পদ্মা সেতু’। কোরবানির ঈদ সামনে রেখে গরুটি দেখার জন্য ইতিমধ্যে খামারে ক্রেতা ও দর্শনার্থীর ভিড় বেড়েছে। উপজেলার হীরাঝিল এলাকার কাসসাফ অ্যাগ্রো ফার্মের গরুটির দাম হাঁকানো হয়েছে পাঁচ লাখ টাকা।

জানা গেছে, আড়াই বছর বয়সী ‘পদ্মা সেতু’ দেশি গরু। এর গায়ে লাল ও কালো রঙের মিশ্রণ রয়েছে। ৭ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার গরুটির ওজন প্রায় ১৭ মণ।

খামারের কর্মচারীরা বলেন, প্রতিদিন ‘পদ্মা সেতু’র খাদ্যতালিকায় ৪ কেজি ভুসি, ১১ কেজি সবুজ ঘাস, ৬ মুঠো খড় ইত্যাদি থাকে।

গরুটির নামকরণের বিষয়ে কাসসাফ অ্যাগ্রো ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আল আমিন হোসেন রাব্বি বলেন, ‘মাত্র দুই দিন আগেই দেশের সবচেয়ে বড় পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা খামারের সবচেয়ে বড় গরুটির নাম রেখেছি পদ্মা সেতু। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নামটা রাখা হলেও আমরা বেশি দাম হাঁকাইনি। আজ সোমবার সকালে গরুটি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর থেকে পদ্মা সেতুকে দেখতে মানুষের ভিড় বাড়ছে। অনেকেই গরুটির ছবি তুলছেন, ভিডিও করছেন।’
আল আমিন আরও বলেন, এবারের কোরবানির ঈদে বিক্রির জন্য ২০০টির বেশি গরু প্রস্তুত করা হয়েছে। প্রতিটি গরু দেড় থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার বলেন, ‘এবার নারায়ণগঞ্জের প্রতিটি হাটে ভেটেরিনারি টিম থাকবে। অ্যাগ্রো ফার্মগুলোর পশু বিক্রির ক্ষেত্রে যে ধরনের সহায়তার দরকার, তা আমরা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত