Ajker Patrika

ধানমন্ডি আইডিয়াল কলেজে ক্লাস বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধানমন্ডি আইডিয়াল কলেজে ক্লাস বর্জনের ঘোষণা

কলেজের গভর্নিং বডির বিরুদ্ধে বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষক কর্মচারীদের একাংশ। 

আজ রোববার কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষকেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মনিরুল ইসলাম। 

মনিরুল ইসলাম বলেন, যতক্ষণ পর্যন্ত গভর্নিং বডির সভাপতি ও কতিপয় সদস্য পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এ কলেজে কোনো ক্লাস বা কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া হবে না একই সঙ্গে অনিয়মের অভিযোগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে হবে না। 

মনিরুল ইসলাম আরও বলেন, ধানমন্ডি আইডিয়াল কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি প্রায় ১৪ বছর এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। গভর্নিং বডিতে অন্য সব পদে কিছুটা পরিবর্তন এলেও সভাপতির পদটিতে এত বছরেও কোনো পরিবর্তন আসেনি। 

এ বিষয়ে বক্তব্য জানতে বর্তমান সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানকে একাধিকবার ফোন ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি। 

সংবাদ সম্মেলনে বর্তমান গভর্নিং বডি বাতিল করে নতুন গভর্নিং বডি গঠনের ব্যবস্থা নিতে এবং তাদের দ্বারা সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি জোর দাবি জানান শিক্ষকেরা। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হুদা, ইংরেজি বিভাগের সেগুপ্তা ইসলাম, সিএসই বিভাগের প্রভাষক মারুফ নেওয়াজসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত