Ajker Patrika

করোনা: কিশোরগঞ্জে আরও ৪১ রোগী শনাক্ত, মৃত্যু ২

প্রতিনিধি, কিশোরগঞ্জ
করোনা: কিশোরগঞ্জে আরও ৪১ রোগী শনাক্ত, মৃত্যু ২

কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে জেলায় কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, করিমগঞ্জে ১ জন, পাকুন্দিয়ায় ৬ জন, কুলিয়ারচরে ১ জন, ভৈরবে ৭ জন, বাজিতপুর উপজেলায় ৭ জন।

বর্তমানে জেলার সদর উপজেলার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এদিকে কিশোরগঞ্জের একমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে সন্দেহজনক ও করোনা আক্রান্ত হয়ে মোট ৬৫ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ৬ জন। 

সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ১৩২ জন ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত শনাক্ত হ‌য়ে‌ছেন। এর মধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ৩ হাজার ৬৮২ জন এবং মারা গে‌ছেন ৭০ জন। বর্তমানে জেলায় করোনার সক্রিয় রোগী রয়েছেন ৩৮০ জন। তাদের মধ্যে ৪০ জন হাসপাতালে এবং ৩৪০ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এ পর্যন্ত কোভিড টিকা নি‌য়ে‌ছেন ৭৩ হাজার ৩৩ জন। আর টিকার জন্য নিবন্ধন ক‌রে‌ছেন ১ লাখ ২৩ হাজার ৭৬৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত