উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের চাপায় আহত র্যাব সদস্য সুজন শেখ মারা গেছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মো. সোহেলকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-১। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আইন উদ্দিনের ছেলে তিনি। বিমানবন্দরের ফুট ওভারব্রিজের পশ্চিম পাশ থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকেলে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসীমউদ্দীন এলাকায় রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সুজন শেখ মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান তিনি।
এ বিষয়ে র্যাব-১-এর এএসপি মাহফুজুর রহমান বলেন, সরকারি কাজ শেষ করে র্যাব সদর দপ্তরের এমআই রুম থেকে র্যাব-১-এ আসছিলেন ল্যান্স কর্পোরাল সুজন শেখ। পথিমধ্যে জসীমউদ্দীন এলাকায় বিমানবন্দরগামী বেপরোয়া পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন-২০-১৩২০) তাঁকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এ সময় র্যাব সদস্য সুজন শেখের বুক, মাথা, মুখসহ হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান।
তিনি বলেন, পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান সুজন শেখ।
এ ঘটনায় তাঁর ভগ্নিপতি মো. ফরহাদ আলী বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। ওই মামলায় ড্রাইভার সোহেলকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাহফুজ বলেন, র্যাব সদস্যকে গাড়িচাপা দেওয়ার ঘটনার সঙ্গে তিনি জড়িত। এ ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।
রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের চাপায় আহত র্যাব সদস্য সুজন শেখ মারা গেছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মো. সোহেলকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-১। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আইন উদ্দিনের ছেলে তিনি। বিমানবন্দরের ফুট ওভারব্রিজের পশ্চিম পাশ থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকেলে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসীমউদ্দীন এলাকায় রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সুজন শেখ মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান তিনি।
এ বিষয়ে র্যাব-১-এর এএসপি মাহফুজুর রহমান বলেন, সরকারি কাজ শেষ করে র্যাব সদর দপ্তরের এমআই রুম থেকে র্যাব-১-এ আসছিলেন ল্যান্স কর্পোরাল সুজন শেখ। পথিমধ্যে জসীমউদ্দীন এলাকায় বিমানবন্দরগামী বেপরোয়া পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন-২০-১৩২০) তাঁকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এ সময় র্যাব সদস্য সুজন শেখের বুক, মাথা, মুখসহ হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান।
তিনি বলেন, পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান সুজন শেখ।
এ ঘটনায় তাঁর ভগ্নিপতি মো. ফরহাদ আলী বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। ওই মামলায় ড্রাইভার সোহেলকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাহফুজ বলেন, র্যাব সদস্যকে গাড়িচাপা দেওয়ার ঘটনার সঙ্গে তিনি জড়িত। এ ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে