Ajker Patrika

কোর্ট যেটা বলবে মানতে হবে, নিয়ম অনুযায়ী আগাব: বুয়েট উপাচার্য 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৬: ৩৪
কোর্ট যেটা বলবে মানতে হবে, নিয়ম অনুযায়ী আগাব: বুয়েট উপাচার্য 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, ‘কোর্টের আদেশ শিরোধার্য। কোর্ট যেটা বলবে, সেটি আমাদের মানতে হবে। কোর্টের অবমাননা আমরা করতে পারব না।’ 

আজ সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

হাইকোর্টের রায়ের পর বুয়েটের সিদ্ধান্ত কেমন হবে—জানতে চাইলে বুয়েট উপাচার্য বলেন, ‘আমরা আমাদের উকিলের সঙ্গে আলোচনা করব। কোর্টের নিয়ম অনুযায়ী তো আমাদের চলতে হবে। আমরা তো এই কোর্টকে ভায়োলেট করতে পারব না। অ্যাজ পার ল আমাদের আগাতে হবে। আর কোর্ট কী রায় দিয়েছে, সেটি না দেখে আমি এখন বলতে পারছি না 

উপাচার্য আরও বলেন, ‘প্রথমে এটি আমরা দেখব। এরপর আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলব। তাঁর উপদেশ নিয়েই আমরা এগিয়ে যাব, যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ব্যাঘাত না ঘটে। আর রাষ্ট্রীয় মর্যাদাও যেন ক্ষুণ্ন না হয়। দুই দিকেই দেখতে হবে।’ 

উপাচার্য বলেন, ‘রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য ছাত্র-শিক্ষক, প্রশাসন সবাই মিলে সিদ্ধান্তে আসতে হবে। সে জন্য আলোচনা প্রয়োজন। কীভাবে করা যায় তা বের করতে হবে। আগে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ছিল। এখন তার কার্যক্রম বন্ধ আছে। শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের আলোচনার ওপর ভিত্তি করে আমরা বিষয়টা দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত