Ajker Patrika

ক্যাম্পাস ও পাহাড়ে নিরাপত্তার দাবিতে শিক্ষক নেটওয়ার্কের সমাবেশ 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৯
ক্যাম্পাস ও পাহাড়ে নিরাপত্তার দাবিতে শিক্ষক নেটওয়ার্কের সমাবেশ 

সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা, গণসহিংসতা, ক্যাম্পাস ও পাহাড়ে হত্যার বিচার এবং জনগণের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক নেটওয়ার্ক। আজ শনিবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদী প্রমুখ। 

বক্তারা বলেন, ‘সারা দেশে মব জাস্টিসের নামে যে ইনজাস্টিস চলছে, তা আমরা সমর্থন করি না। আইনের শাসন বাস্তবায়ন প্রয়োজন। এভাবে চলতে থাকলে দেশে শান্তি আসবে না।’ 

কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুববকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, ‘একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির বিষয়ে তারা (হত্যাকারীরা) বিবেক দিয়ে, মানবিকতা দিয়ে দেখেনি। তারা হত্যার নেশায় কাজটা করেছে। যে প্রক্রিয়ায় হয়েছে, তাকে শুধু আঘাত করেনি, তাকে তারা ভাত খাইয়েছে, ছবি তুলেছে, কথা বলেছে তারপর আবারও আঘাত করে একেবারে মেরে ফেলেছে।’

তিনি বলেন, ‘একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি যেটা বুঝেছি, এই কাজগুলো যারা করেছে তারা চরমভাবে মানসিক অসুস্থ।’ 

এভাবে মব জাস্টিস চলতে থাকলে দেশে কখনো শান্তি আসবে না উল্লেখ করে সমতল, পাহাড় ও ক্যাম্পাসে চলমান গণসহিংসতার নিন্দাও জানান এই অধ্যাপক।

সামিনা লুৎফা বলেন, ‘রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ভাষা পেয়েছি, বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরশাসককে হটিয়েছে। পরপর দুটো বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যার ঘটনা ঘটেছে, তারপর রাজনীতি বন্ধ করে দিল। এখানে কি রাজনীতি নেই? আপনি সেটাও যদি বন্ধ করে দেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের হবে কী?’

সমাবেশে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তাহমিনা খানম, ইংরেজি বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিউতি সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সৌম্য সরকারসহ শিক্ষক নেটওয়ার্কের বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত