ঢাবি প্রতিনিধি
সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা, গণসহিংসতা, ক্যাম্পাস ও পাহাড়ে হত্যার বিচার এবং জনগণের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক নেটওয়ার্ক। আজ শনিবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সারা দেশে মব জাস্টিসের নামে যে ইনজাস্টিস চলছে, তা আমরা সমর্থন করি না। আইনের শাসন বাস্তবায়ন প্রয়োজন। এভাবে চলতে থাকলে দেশে শান্তি আসবে না।’
কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুববকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, ‘একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির বিষয়ে তারা (হত্যাকারীরা) বিবেক দিয়ে, মানবিকতা দিয়ে দেখেনি। তারা হত্যার নেশায় কাজটা করেছে। যে প্রক্রিয়ায় হয়েছে, তাকে শুধু আঘাত করেনি, তাকে তারা ভাত খাইয়েছে, ছবি তুলেছে, কথা বলেছে তারপর আবারও আঘাত করে একেবারে মেরে ফেলেছে।’
তিনি বলেন, ‘একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি যেটা বুঝেছি, এই কাজগুলো যারা করেছে তারা চরমভাবে মানসিক অসুস্থ।’
এভাবে মব জাস্টিস চলতে থাকলে দেশে কখনো শান্তি আসবে না উল্লেখ করে সমতল, পাহাড় ও ক্যাম্পাসে চলমান গণসহিংসতার নিন্দাও জানান এই অধ্যাপক।
সামিনা লুৎফা বলেন, ‘রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ভাষা পেয়েছি, বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরশাসককে হটিয়েছে। পরপর দুটো বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যার ঘটনা ঘটেছে, তারপর রাজনীতি বন্ধ করে দিল। এখানে কি রাজনীতি নেই? আপনি সেটাও যদি বন্ধ করে দেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের হবে কী?’
সমাবেশে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তাহমিনা খানম, ইংরেজি বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিউতি সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সৌম্য সরকারসহ শিক্ষক নেটওয়ার্কের বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা, গণসহিংসতা, ক্যাম্পাস ও পাহাড়ে হত্যার বিচার এবং জনগণের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক নেটওয়ার্ক। আজ শনিবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সারা দেশে মব জাস্টিসের নামে যে ইনজাস্টিস চলছে, তা আমরা সমর্থন করি না। আইনের শাসন বাস্তবায়ন প্রয়োজন। এভাবে চলতে থাকলে দেশে শান্তি আসবে না।’
কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুববকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, ‘একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির বিষয়ে তারা (হত্যাকারীরা) বিবেক দিয়ে, মানবিকতা দিয়ে দেখেনি। তারা হত্যার নেশায় কাজটা করেছে। যে প্রক্রিয়ায় হয়েছে, তাকে শুধু আঘাত করেনি, তাকে তারা ভাত খাইয়েছে, ছবি তুলেছে, কথা বলেছে তারপর আবারও আঘাত করে একেবারে মেরে ফেলেছে।’
তিনি বলেন, ‘একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি যেটা বুঝেছি, এই কাজগুলো যারা করেছে তারা চরমভাবে মানসিক অসুস্থ।’
এভাবে মব জাস্টিস চলতে থাকলে দেশে কখনো শান্তি আসবে না উল্লেখ করে সমতল, পাহাড় ও ক্যাম্পাসে চলমান গণসহিংসতার নিন্দাও জানান এই অধ্যাপক।
সামিনা লুৎফা বলেন, ‘রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ভাষা পেয়েছি, বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরশাসককে হটিয়েছে। পরপর দুটো বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যার ঘটনা ঘটেছে, তারপর রাজনীতি বন্ধ করে দিল। এখানে কি রাজনীতি নেই? আপনি সেটাও যদি বন্ধ করে দেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের হবে কী?’
সমাবেশে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তাহমিনা খানম, ইংরেজি বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিউতি সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সৌম্য সরকারসহ শিক্ষক নেটওয়ার্কের বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে