ঢাবি প্রতিনিধি
সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা, গণসহিংসতা, ক্যাম্পাস ও পাহাড়ে হত্যার বিচার এবং জনগণের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক নেটওয়ার্ক। আজ শনিবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সারা দেশে মব জাস্টিসের নামে যে ইনজাস্টিস চলছে, তা আমরা সমর্থন করি না। আইনের শাসন বাস্তবায়ন প্রয়োজন। এভাবে চলতে থাকলে দেশে শান্তি আসবে না।’
কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুববকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, ‘একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির বিষয়ে তারা (হত্যাকারীরা) বিবেক দিয়ে, মানবিকতা দিয়ে দেখেনি। তারা হত্যার নেশায় কাজটা করেছে। যে প্রক্রিয়ায় হয়েছে, তাকে শুধু আঘাত করেনি, তাকে তারা ভাত খাইয়েছে, ছবি তুলেছে, কথা বলেছে তারপর আবারও আঘাত করে একেবারে মেরে ফেলেছে।’
তিনি বলেন, ‘একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি যেটা বুঝেছি, এই কাজগুলো যারা করেছে তারা চরমভাবে মানসিক অসুস্থ।’
এভাবে মব জাস্টিস চলতে থাকলে দেশে কখনো শান্তি আসবে না উল্লেখ করে সমতল, পাহাড় ও ক্যাম্পাসে চলমান গণসহিংসতার নিন্দাও জানান এই অধ্যাপক।
সামিনা লুৎফা বলেন, ‘রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ভাষা পেয়েছি, বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরশাসককে হটিয়েছে। পরপর দুটো বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যার ঘটনা ঘটেছে, তারপর রাজনীতি বন্ধ করে দিল। এখানে কি রাজনীতি নেই? আপনি সেটাও যদি বন্ধ করে দেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের হবে কী?’
সমাবেশে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তাহমিনা খানম, ইংরেজি বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিউতি সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সৌম্য সরকারসহ শিক্ষক নেটওয়ার্কের বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা, গণসহিংসতা, ক্যাম্পাস ও পাহাড়ে হত্যার বিচার এবং জনগণের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক নেটওয়ার্ক। আজ শনিবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সারা দেশে মব জাস্টিসের নামে যে ইনজাস্টিস চলছে, তা আমরা সমর্থন করি না। আইনের শাসন বাস্তবায়ন প্রয়োজন। এভাবে চলতে থাকলে দেশে শান্তি আসবে না।’
কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুববকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, ‘একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির বিষয়ে তারা (হত্যাকারীরা) বিবেক দিয়ে, মানবিকতা দিয়ে দেখেনি। তারা হত্যার নেশায় কাজটা করেছে। যে প্রক্রিয়ায় হয়েছে, তাকে শুধু আঘাত করেনি, তাকে তারা ভাত খাইয়েছে, ছবি তুলেছে, কথা বলেছে তারপর আবারও আঘাত করে একেবারে মেরে ফেলেছে।’
তিনি বলেন, ‘একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি যেটা বুঝেছি, এই কাজগুলো যারা করেছে তারা চরমভাবে মানসিক অসুস্থ।’
এভাবে মব জাস্টিস চলতে থাকলে দেশে কখনো শান্তি আসবে না উল্লেখ করে সমতল, পাহাড় ও ক্যাম্পাসে চলমান গণসহিংসতার নিন্দাও জানান এই অধ্যাপক।
সামিনা লুৎফা বলেন, ‘রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ভাষা পেয়েছি, বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরশাসককে হটিয়েছে। পরপর দুটো বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যার ঘটনা ঘটেছে, তারপর রাজনীতি বন্ধ করে দিল। এখানে কি রাজনীতি নেই? আপনি সেটাও যদি বন্ধ করে দেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের হবে কী?’
সমাবেশে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তাহমিনা খানম, ইংরেজি বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিউতি সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সৌম্য সরকারসহ শিক্ষক নেটওয়ার্কের বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে