উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর খিলক্ষেতে মহাসড়ক থেকে রক্তাক্ত অবস্থায় মো. আলমগীর হোসেন (৩৫) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লা মেরিডিয়ান হোটেলসংলগ্ন এলাকা থেকে আজ শুক্রবার (২৮ জুলাই) ভোর ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
আলমগীর হোসেন গাইবান্ধা জেলার সদর উপজেলার সাউদখালী গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় থাকতেন। খিলক্ষেতের বনরূপা এলাকায় চায়ের দোকানদারি করতেন তিনি। সেই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দায়িত্বে থাকা বিনাইল গ্রুপের হয়ে সিকিউরিটি গার্ডের কাজ করতেন বলে জানিয়েছে খিলক্ষেত থানার পুলিশ।
একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ওই যুবকের মরদেহের পাশে একটি রক্তাক্ত লাঠি ছিল। ধারণা করা হচ্ছে, তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু আজকের পত্রিকাকে বলেন, মরদেহের কপাল এবং কপালের ওপরের অংশ থেকে রক্ত ঝরছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন তিনি। পরে মৃত্যু হয় তাঁর।
একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তি সিকিউরিটি গার্ড ছিলেন। নাইট ডিউটিতে ছিলেন তিনি। কিন্তু তাঁর মরদেহ হাইওয়ের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু নিয়ে একাধিক কারণ থাকতে পারে।
ওসি সাব্বির আহমেদ আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ বলা যাবে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি সাব্বির আহমেদ।
রাজধানীর খিলক্ষেতে মহাসড়ক থেকে রক্তাক্ত অবস্থায় মো. আলমগীর হোসেন (৩৫) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লা মেরিডিয়ান হোটেলসংলগ্ন এলাকা থেকে আজ শুক্রবার (২৮ জুলাই) ভোর ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
আলমগীর হোসেন গাইবান্ধা জেলার সদর উপজেলার সাউদখালী গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় থাকতেন। খিলক্ষেতের বনরূপা এলাকায় চায়ের দোকানদারি করতেন তিনি। সেই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দায়িত্বে থাকা বিনাইল গ্রুপের হয়ে সিকিউরিটি গার্ডের কাজ করতেন বলে জানিয়েছে খিলক্ষেত থানার পুলিশ।
একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ওই যুবকের মরদেহের পাশে একটি রক্তাক্ত লাঠি ছিল। ধারণা করা হচ্ছে, তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু আজকের পত্রিকাকে বলেন, মরদেহের কপাল এবং কপালের ওপরের অংশ থেকে রক্ত ঝরছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন তিনি। পরে মৃত্যু হয় তাঁর।
একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তি সিকিউরিটি গার্ড ছিলেন। নাইট ডিউটিতে ছিলেন তিনি। কিন্তু তাঁর মরদেহ হাইওয়ের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু নিয়ে একাধিক কারণ থাকতে পারে।
ওসি সাব্বির আহমেদ আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ বলা যাবে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি সাব্বির আহমেদ।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৬ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে