নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন হয়নি। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁর জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তাঁর আরও কিছুদিন কারাগারে থাকা উচিত।
এর আগে ওই মামলায় জামিন চেয়ে রফিকুল আমীন হাইকোর্টে আবেদন করেন। এটি গত বছরের ২ মার্চ খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে জামিন চেয়ে একই বছর আবেদন করেন তিনি। আজ শুনানি নিয়ে লিভ টু আপিল খারিজ করে দেন আদালত।
এদিকে একই মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন পুনরুজ্জীবিত (রিস্টোরেশন) চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এর আগে মোহাম্মদ হোসেনের করা জামিন আবেদন গত বছর হাইকোর্ট খারিজ করে দিলে আপিল বিভাগে লিভ টু আপিল করেন তিনি। তবে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় গত ১২ জুন এই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। তাই আবেদনটি পুনরুজ্জীবিত চেয়ে আবেদন করেন মোহাম্মদ হোসেন।
রফিকুল আমীনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। মোহাম্মদ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
আদেশের পর শাহীন আহমেদ বলেন, এখানে বিপুল পরিমাণ অর্থের অভিযোগ, যা পাবলিক মানি। রফিকুল আমীনের জামিনের বিষয়ে সহানুভূতিহীন উল্লেখ করে আপিল বিভাগ তাঁর আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন। এতে তাঁকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে বলে জানান তিনি।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।
এক মামলায় ২০২২ সালে ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। এর মধ্যে রফিকুলকে ১২ বছর ও মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর মামলাটি এখনো বিচারাধীন।
ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন হয়নি। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁর জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তাঁর আরও কিছুদিন কারাগারে থাকা উচিত।
এর আগে ওই মামলায় জামিন চেয়ে রফিকুল আমীন হাইকোর্টে আবেদন করেন। এটি গত বছরের ২ মার্চ খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে জামিন চেয়ে একই বছর আবেদন করেন তিনি। আজ শুনানি নিয়ে লিভ টু আপিল খারিজ করে দেন আদালত।
এদিকে একই মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন পুনরুজ্জীবিত (রিস্টোরেশন) চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এর আগে মোহাম্মদ হোসেনের করা জামিন আবেদন গত বছর হাইকোর্ট খারিজ করে দিলে আপিল বিভাগে লিভ টু আপিল করেন তিনি। তবে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় গত ১২ জুন এই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। তাই আবেদনটি পুনরুজ্জীবিত চেয়ে আবেদন করেন মোহাম্মদ হোসেন।
রফিকুল আমীনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। মোহাম্মদ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
আদেশের পর শাহীন আহমেদ বলেন, এখানে বিপুল পরিমাণ অর্থের অভিযোগ, যা পাবলিক মানি। রফিকুল আমীনের জামিনের বিষয়ে সহানুভূতিহীন উল্লেখ করে আপিল বিভাগ তাঁর আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন। এতে তাঁকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে বলে জানান তিনি।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।
এক মামলায় ২০২২ সালে ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। এর মধ্যে রফিকুলকে ১২ বছর ও মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর মামলাটি এখনো বিচারাধীন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৩ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে