Ajker Patrika

খিলক্ষেতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১১: ৪৯
খিলক্ষেতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্যাকেটে পরিমাপে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগে রাজধানীর খিলক্ষেতের কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এতে মা বেকারি অ্যান্ড কনফেকশনারি, টাঙ্গাইল সুইটসসহ চার বেকারিকে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ সোমবার (১৯ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নোমান আহমদ বলেন, খিলক্ষেতের বাউলা ও বটতলা বাজার এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে চার বেকারি ও কনফেকশনারিকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্ব দেন। এতে বিএসটিআইয়ের একটি এবং র‍্যাব-১-এর একটি টিম সহযোগিতা করে। 

কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতসিনিয়র এএসপি নোমান আহমদ বলেন, প্যাকেটে পরিমাপে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অপরাধে এসব জরিমানা করা হয়। অভিযানকালে মা বেকারি অ্যান্ড কনফেকশনারির শরিফুল ইসলামকে (৩৫) ৮০ হাজার টাকা, টাঙ্গাইল সুইটসসের শ্রী নিখিল সরকারকে (৫৫) ১ লাখ টাকা, সোহাগ বেকারি অ্যান্ড কনফেকশনারির কুতুব উদ্দিনকে (৩২) ২০ হাজার টাকা এবং সুফিয়ান বেকারি অ্যান্ড কনফেকশনারির নান্নু মিয়াকে (৪৮) ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত