Ajker Patrika

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল নারী শ্রমিকের অর্ধগলিত লাশ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২১: ৩৬
তালাবদ্ধ ঘরে পড়ে ছিল নারী শ্রমিকের অর্ধগলিত লাশ, স্বামী পলাতক

গাজীপুর মহানগরীতে ভাড়া বাসায় তালাবদ্ধ ঘর থেকে এক নারী পোশাককর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বাসন থানাধীন ইসলামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম শেখা বেগম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালী গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইসলামপুর এলাকার শামসুর রহমানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, শেখা বেগম স্বামীর সঙ্গেই মহানগরীর ইসলাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কয়েক দিন ধরেই তাঁদের ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। 

আজ মঙ্গলবার সকালে পাশের ভাড়াটেরা শেখা বেগমের বন্ধ থাকা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর দেখতে পান বিছানায় কাঁথা দিয়ে প্যাঁচানো এক ব্যক্তির মরদেহ। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। 

খবর পেয়ে পুলিশ গিয়ে মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে প্রতিবেশীরা লাশটি শেখা বেগমের বলে শনাক্ত করেন। কিন্তু শেখা বেগমের স্বামীর সন্ধান পাওয়া যায়নি। 

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে শেখা বেগমকে হত্যার পর তাঁর মরদেহ কাঁথায় মুড়িয়ে রেখে বাইরে থেকে ঘরের দরজা আটকিয়ে স্বামী পালিয়ে গেছেন। মরদেহটি পচে-গলে যাওয়ায় তাঁর শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন বা আলামত বোঝা যায়নি। তাঁর স্বামীর নাম-পরিচয় জানা যায়নি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত