নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রামীণ টেলিকম থেকে শ্রমিকদের পাওনা আদায়ের মামলায় আইনজীবী ইউসুফ আলী ফি হিসেবে ১৬ কোটি টাকা পেয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ইউসুফ আলীর আইনজীবীরা এই তথ্য জানান। এর বাইরে ১০ কোটি অন্যান্য ফিও রয়েছে বলে জানান আদালত।
এ সময় আদালত বলেন, মানুষের যেন ন্যূনতম সন্দেহ না থাকে, হলফনামা দিয়ে তা পরিষ্কার করুন। স্পষ্ট করে হলফনামা দিয়ে বলুন, কত ফি নিয়েছেন। আদালত হলফনামা দিতে আরও দুই দিন সময় দিয়েছেন।
আদালতে ইউসুফের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম, সাঈদ আহমেদ রাজা, রবিউল আলম বুদু ও অনীক আর হক।
গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে রিটকারীদের কাছ থেকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার অভিযোগ উঠেছিল আইনজীবী ইউসুফ আলীর বিরুদ্ধে। পরে তাঁর সব ব্যাংক হিসাব জব্দ করা হয় বলে ৩ জুলাই সাংবাদিকদের জানান তিনি নিজেই।
আইনজীবী আহসানুল করিম আজ সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকেরা যে টাকা পেয়েছেন তার মধ্যে ৬ শতাংশ টাকা লিগ্যাল ফি এবং অন্যান্য ফি হিসেবে দেখানো হয়েছে। ৬ শতাংশ ফি হিসেবে ২৬ কোটি টাকা হয়। এর মধ্যে আইনজীবীর ফি ১৬ কোটি এবং ১০ কোটি অন্যান্য ফি। আদালত অন্যান্য ফি ১০ কোটি টাকা কেন সেটি স্পষ্ট করে হলফনামা দিতে বলেছেন।’
এদিকে আইনজীবী ইউসুফ আলীর বিতর্কিত ফি এবং ড. মুহম্মদ ইউনূস সম্পর্কে বাজে মন্তব্য করার বিষয়ে কেন তদন্ত করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৭ জুলাই রুল জারি করেন হাইকোর্ট। এর আগে ১২ কোটি টাকা ফি নেওয়ার অভিযোগ তদন্ত করতে রিট করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই সময় ব্যারিস্টার আশরাফ বলেন, ‘এই ইউসুফ আলী গ্রামীণ টেলিকমেরই আইনজীবী। তিনিই আবার গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছেন। যা বার কাউন্সিল আদেশ অনুযায়ী পেশাগত অসদাচরণ।’
গ্রামীণ টেলিকম থেকে শ্রমিকদের পাওনা আদায়ের মামলায় আইনজীবী ইউসুফ আলী ফি হিসেবে ১৬ কোটি টাকা পেয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ইউসুফ আলীর আইনজীবীরা এই তথ্য জানান। এর বাইরে ১০ কোটি অন্যান্য ফিও রয়েছে বলে জানান আদালত।
এ সময় আদালত বলেন, মানুষের যেন ন্যূনতম সন্দেহ না থাকে, হলফনামা দিয়ে তা পরিষ্কার করুন। স্পষ্ট করে হলফনামা দিয়ে বলুন, কত ফি নিয়েছেন। আদালত হলফনামা দিতে আরও দুই দিন সময় দিয়েছেন।
আদালতে ইউসুফের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম, সাঈদ আহমেদ রাজা, রবিউল আলম বুদু ও অনীক আর হক।
গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে রিটকারীদের কাছ থেকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার অভিযোগ উঠেছিল আইনজীবী ইউসুফ আলীর বিরুদ্ধে। পরে তাঁর সব ব্যাংক হিসাব জব্দ করা হয় বলে ৩ জুলাই সাংবাদিকদের জানান তিনি নিজেই।
আইনজীবী আহসানুল করিম আজ সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকেরা যে টাকা পেয়েছেন তার মধ্যে ৬ শতাংশ টাকা লিগ্যাল ফি এবং অন্যান্য ফি হিসেবে দেখানো হয়েছে। ৬ শতাংশ ফি হিসেবে ২৬ কোটি টাকা হয়। এর মধ্যে আইনজীবীর ফি ১৬ কোটি এবং ১০ কোটি অন্যান্য ফি। আদালত অন্যান্য ফি ১০ কোটি টাকা কেন সেটি স্পষ্ট করে হলফনামা দিতে বলেছেন।’
এদিকে আইনজীবী ইউসুফ আলীর বিতর্কিত ফি এবং ড. মুহম্মদ ইউনূস সম্পর্কে বাজে মন্তব্য করার বিষয়ে কেন তদন্ত করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৭ জুলাই রুল জারি করেন হাইকোর্ট। এর আগে ১২ কোটি টাকা ফি নেওয়ার অভিযোগ তদন্ত করতে রিট করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই সময় ব্যারিস্টার আশরাফ বলেন, ‘এই ইউসুফ আলী গ্রামীণ টেলিকমেরই আইনজীবী। তিনিই আবার গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছেন। যা বার কাউন্সিল আদেশ অনুযায়ী পেশাগত অসদাচরণ।’
কিশোরগঞ্জের ভৈরবে ইট ছুড়ে মারাকে কেন্দ্র করে ভৈরবপুর উত্তরপাড়া ও ভৈরবপুর দক্ষিণপাড়ার লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
৯ মিনিট আগেস্থানীয়রা অভিযোগ করেন, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হচ্ছিল। এমনকি অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ইনজেকশন ও গ্লাভস পুনরায় ব্যবহার করা হতো, যা রোগীদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে।
২৯ মিনিট আগেআবু জাফর শামসুদ্দীনের জন্ম ১৯১১ সালের ১২ মার্চ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে। এক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া এই কৃতী সন্তানের শিক্ষার সূচনা হয় স্থানীয় পাঠশালা ও মাদ্রাসায়।
৪১ মিনিট আগেবক্তারা অভিযোগ করেন, ‘আমাদের এই ঘাটটি প্রায় ৩০ বছরের পুরোনো। এখানে প্রায় ১০ হাজারের বেশি ব্যবসায়ী ও জেলে শ্রমিক মাছ বেচাকেনার সঙ্গে যুক্ত। হঠাৎ একটি গ্রুপ বাজারটি বিলুপ্ত করার জন্য খালের দক্ষিণ পাশে একটি নতুন মাছ ঘাট চালু করেছে। কিন্তু তাদের নিজস্ব নৌকা ও ট্রলার না থাকায় তারা অন্য জেলেদের নৌকা...
১ ঘণ্টা আগে