Ajker Patrika

মাধবদী পৌর যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বোরহান মিয়া আর নেই

নরসিংদী প্রতিনিধি
মাধবদী পৌর যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বোরহান মিয়া আর নেই

নরসিংদীর মাধবদী পৌরসভা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ. আর. বোরহান মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। 

বোরহান মিয়ার ভাইয়ের ছেলে শামিমুল হক জানান, রাত সাড়ে ১১টার দিকে বোরহান মিয়া মাধবদী পৌর শহরের আনন্দী গ্রামে তাঁর নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে মাধবদীর প্রাইম হাসপাতালে ও পরে নারায়ণগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কার্ডিয়াক অ্যাটাক তাঁর মৃত্যু হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করেছেন। 
 
আজ বুধবার বাদ যোহর আটপাইকা শাহী ঈদগাহে জানাজা শেষে আনন্দী গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

জানা যায়, ২০১৫ সালে মাধবদী পৌরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেতা। পরে ২০২০ সালে তিনি একই ওয়ার্ড থেকে নির্বাচন করে পরাজিত হলে অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ ও হার্টের সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। রাজনৈতিক জীবনে তিনি মাধবদী ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনসহ পৌর যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 

বোরহান মিয়া স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত