Ajker Patrika

জবি ছাত্রীর আত্মহত্যা: ৫ দফা দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মশাল মিছিল

জবি সংবাদদাতা 
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০০: ২২
জবি ছাত্রীর আত্মহত্যা: ৫ দফা দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মশাল মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবিসহ আরও চার দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাত ৮টার পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ মশাল মিছিল শুরু হয়। 

এ সময় আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। মশাল মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো–অবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে, অভিযুক্তদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তৎকালীন প্রক্টরিয়াল বডিকে তদন্ত সাপেক্ষে জবাবদিহির আওতায় আনতে হবে। পূর্বে ঘটে যাওয়া সব নিপীড়নের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। অতি দ্রুততম সময়ে নিরপেক্ষ যৌন নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বক্স স্থাপন করতে হবে। এ ছাড়া মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে। 

শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল করেন। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের সমস্যা নেই। তবে অভিযুক্তদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। আর স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে তো একটা প্রক্রিয়া আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত