Ajker Patrika

ষাটোর্ধ্ব বৃদ্ধকে হত্যা: ছোট মেয়ের মৃত্যুদণ্ড, স্ত্রী ও আরেক মেয়ের যাবজ্জীবন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ষাটোর্ধ্ব বৃদ্ধকে হত্যা: ছোট মেয়ের মৃত্যুদণ্ড, স্ত্রী ও আরেক মেয়ের যাবজ্জীবন

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে মেয়ে নিলুফা আক্তারকে (৩১) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তাঁর আরেক মেয়ে ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময় প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরের ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন—স্ত্রী সাহিদা পারভিন (৫৫) ও মেয়ে হাফিজা বেগম (৩৭)।

মামলায় জানা গেছে, জেলার সালথা উপজেলার খোয়ারাগট্টি এলাকার বাসিন্দা আবুল বাশার (৬৫) তাঁর প্রথম স্ত্রীর ঘরের দুই মেয়েকে নিয়ে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় থাকতেন। কিন্তু আবুল বাশার দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে বনিবনা হচ্ছিল না।

এরই জেরে ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর রাতে নিলুফা বাবাকে ঘুমের ওষুধ খাওয়ায়। পরে সবাই মিলে জবাই করে হত্যা করে। রাতে ডাকাতেরা তাঁর বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন। পরে ঘটনা তদন্তে হাফেজ আবুল বাসারকে তাঁর প্রথম স্ত্রী ও মেয়েরা হত্যা করেছে বলে প্রমাণ পায় পুলিশ।

এ ঘটনার পরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় নিহতের ভাই লোকমান ফকির বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত এ রায় দেয়।

ফরিদপুর জজ কোটের পিপি মো. নওয়াব আলী মৃধা বলেন, আবুল বাশার হত্যা মামলায় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দিন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত