নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে মেয়ে নিলুফা আক্তারকে (৩১) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তাঁর আরেক মেয়ে ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময় প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরের ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন—স্ত্রী সাহিদা পারভিন (৫৫) ও মেয়ে হাফিজা বেগম (৩৭)।
মামলায় জানা গেছে, জেলার সালথা উপজেলার খোয়ারাগট্টি এলাকার বাসিন্দা আবুল বাশার (৬৫) তাঁর প্রথম স্ত্রীর ঘরের দুই মেয়েকে নিয়ে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় থাকতেন। কিন্তু আবুল বাশার দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে বনিবনা হচ্ছিল না।
এরই জেরে ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর রাতে নিলুফা বাবাকে ঘুমের ওষুধ খাওয়ায়। পরে সবাই মিলে জবাই করে হত্যা করে। রাতে ডাকাতেরা তাঁর বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন। পরে ঘটনা তদন্তে হাফেজ আবুল বাসারকে তাঁর প্রথম স্ত্রী ও মেয়েরা হত্যা করেছে বলে প্রমাণ পায় পুলিশ।
এ ঘটনার পরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় নিহতের ভাই লোকমান ফকির বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত এ রায় দেয়।
ফরিদপুর জজ কোটের পিপি মো. নওয়াব আলী মৃধা বলেন, আবুল বাশার হত্যা মামলায় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দিন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছেন।
ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে মেয়ে নিলুফা আক্তারকে (৩১) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তাঁর আরেক মেয়ে ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময় প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরের ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন—স্ত্রী সাহিদা পারভিন (৫৫) ও মেয়ে হাফিজা বেগম (৩৭)।
মামলায় জানা গেছে, জেলার সালথা উপজেলার খোয়ারাগট্টি এলাকার বাসিন্দা আবুল বাশার (৬৫) তাঁর প্রথম স্ত্রীর ঘরের দুই মেয়েকে নিয়ে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় থাকতেন। কিন্তু আবুল বাশার দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে বনিবনা হচ্ছিল না।
এরই জেরে ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর রাতে নিলুফা বাবাকে ঘুমের ওষুধ খাওয়ায়। পরে সবাই মিলে জবাই করে হত্যা করে। রাতে ডাকাতেরা তাঁর বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন। পরে ঘটনা তদন্তে হাফেজ আবুল বাসারকে তাঁর প্রথম স্ত্রী ও মেয়েরা হত্যা করেছে বলে প্রমাণ পায় পুলিশ।
এ ঘটনার পরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় নিহতের ভাই লোকমান ফকির বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত এ রায় দেয়।
ফরিদপুর জজ কোটের পিপি মো. নওয়াব আলী মৃধা বলেন, আবুল বাশার হত্যা মামলায় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দিন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নেকমরদ এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেখুলনায় ফেরীর সঙ্গে যাত্রীবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে জেলখানা এবং সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা গ্রীন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেযশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুক চিরে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের যাতায়াতের ভরসা।
৬ ঘণ্টা আগে