রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সেনাসদস্যের নাম মো. আজিজুল ব্যাপারী (৩২)। তিনি সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
নিহত ব্যক্তির চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। আগামীকাল তাঁর সিলেট ফেরার কথা ছিল। বিকেলে আজিজুল তাঁর বন্ধু নয়নকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় আজিজুল, নয়ন এবং অপর মোটরসাইকেল আরোহী হাসানকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব দে সরকার জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আজিজুল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
মোটরসাইকেলের আরোহী নয়ন ও হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সেনাসদস্যের নাম মো. আজিজুল ব্যাপারী (৩২)। তিনি সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
নিহত ব্যক্তির চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। আগামীকাল তাঁর সিলেট ফেরার কথা ছিল। বিকেলে আজিজুল তাঁর বন্ধু নয়নকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় আজিজুল, নয়ন এবং অপর মোটরসাইকেল আরোহী হাসানকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব দে সরকার জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আজিজুল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
মোটরসাইকেলের আরোহী নয়ন ও হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
দুই দিনের টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তৃতীয় দফায় প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল।
৬ মিনিট আগেস্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোড আটকে বিক্ষোভ করেছে স্কুলশিক্ষার্থীরা। ৩০-৪০ জন শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অশ্বিনীকুমার টাউন হলের সামনের সদর রোডে বসে পড়ে স্লোগান দিতে থাকে। এতে ব্যস্ততম এই সড়কের দুই পাশে যানবাহন আটকে দুর্ভোগের সৃষ্টি হয়। এদিকে স্বাস্থ্য
৮ মিনিট আগেনারী শিক্ষার্থীকে অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেলের সব ক্লাস বর্জন করেছেন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ডিসিপ্লিনের শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে এসব কথা জানান।
১৯ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমি ড. ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেননি কেন? জুলাই ঘোষণাপত্র দেওয়া জনগণের অধিকার। সেই অধিকার কেড়ে নিলেন কেন? ছাত্ররা গত বছর ও এই বছরের প্রথমে ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলে আপনি তাদের ঘোষণাপত্র দিতে দেননি।’
২২ মিনিট আগে