গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মায় জেলের জালে ৮ কেজি ওজনের একটি শিলং বা ঢাই মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার জেলে স্বদেশ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
ঘাট এলাকার মৎস্যজীবীরা জানান, বেশ কিছুদিন পদ্মা নদীতে এমন মাছ পাওয়া যাচ্ছিল না। সিরাজগঞ্জের বেলকুচি এলাকার জেলে স্বদেশ হালদার মঙ্গলবার খুব ভোরে নদীতে মাছ শিকারে বের হন। সকাল ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় ঢাই মাছটি আটকা পড়ে। অনেক দিন পরে এই মাছ পেয়ে সবাই খুশি। পরে মাছটি বিক্রির জন্য সকাল ৭টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন জেলে। সেখান থেকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে স্বদেশ হালদার জানান, মঙ্গলবার খুব ভোরে পদ্মা নদীতে কয়েকজন মাছ শিকারে বের হন। সকাল ৬টার দিকে জাল তুলতেই এক ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান ঢাই মাছটি।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘মাছটি দুলাল মণ্ডলের আড়তঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নিই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরিঘাট পন্টুনের সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা দেখতে ভিড় করেন। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ ঢাকা লাভ পেলেই বিক্রি করবেন বলে জানান তিনি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝেমধ্যে এই মাছগুলো দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে বলে জানান তিনি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মায় জেলের জালে ৮ কেজি ওজনের একটি শিলং বা ঢাই মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার জেলে স্বদেশ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
ঘাট এলাকার মৎস্যজীবীরা জানান, বেশ কিছুদিন পদ্মা নদীতে এমন মাছ পাওয়া যাচ্ছিল না। সিরাজগঞ্জের বেলকুচি এলাকার জেলে স্বদেশ হালদার মঙ্গলবার খুব ভোরে নদীতে মাছ শিকারে বের হন। সকাল ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় ঢাই মাছটি আটকা পড়ে। অনেক দিন পরে এই মাছ পেয়ে সবাই খুশি। পরে মাছটি বিক্রির জন্য সকাল ৭টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন জেলে। সেখান থেকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে স্বদেশ হালদার জানান, মঙ্গলবার খুব ভোরে পদ্মা নদীতে কয়েকজন মাছ শিকারে বের হন। সকাল ৬টার দিকে জাল তুলতেই এক ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান ঢাই মাছটি।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘মাছটি দুলাল মণ্ডলের আড়তঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নিই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরিঘাট পন্টুনের সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা দেখতে ভিড় করেন। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ ঢাকা লাভ পেলেই বিক্রি করবেন বলে জানান তিনি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝেমধ্যে এই মাছগুলো দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে বলে জানান তিনি।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৫ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪১ মিনিট আগে