Ajker Patrika

ডিএনসিসির কর্মীদের যোগসাজশে ভুয়া জন্ম-মৃত্যু সনদ তৈরি, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২৩, ২২: ৪৯
ডিএনসিসির কর্মীদের যোগসাজশে ভুয়া জন্ম-মৃত্যু সনদ তৈরি, গ্রেপ্তার ৫

ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে জন্ম-মৃত্যু সনদ তৈরি করে আসছিল একটি অসাধু চক্র। চক্রটি জন্ম-মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের সার্ভার হ্যাক করে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজে তাঁদের সহায়তা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৪ এর দুজন কর্মচারী। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গ্রেপ্তারেরা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪ এর স্প্রেম্যান মো. হাসান তারেক (৪৭), ভ্যাকসিনেটর কোহিনুর সুলতানা (৪৫), মো. মাহবুব আলী (২৪), মো. শাহ আলম (২৫) ও মো. ফয়সাল (১৯)। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিআইডি। 

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বেশ কিছু জন্ম সনদ, জন্ম সনদ তৈরির ভুয়া কাগজপত্রসহ ৮টি ফাইল, ৩টি হার্ডডিস্ক ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা নিজেদের অপরাধের বিষয়ের স্বীকারোক্তি দিয়েছেন বলে সিআইডি জানিয়েছে। 

সিআইডি জানায়, ‘জন্ম নিবন্ধন হেল্প ডেস্ক’ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশের যেকোনো প্রান্ত থেকে এক দিনেই জন্ম-মৃত্যু সনদ তৈরির প্রতিশ্রুতিতে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত মো. মাহবুব আলী ও মো. শাহ আলম। ক্লায়েন্টের থেকে সনদ তৈরির জন্য তথ্য ও কাগজ নিয়ে সেগুলো সরবরাহ করা হতো মো. ফয়সালের কাছে। ফয়সাল ক্লায়েন্টদের দেওয়া তথ্যের সঙ্গে ভুয়া তথ্য সংযোজন করে জন্ম নিবন্ধন সার্টিফিকেট তৈরির ফাইল তৈরি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪ এর কর্মচারীর হাসান তারেক ও কোহিনুর সুলতানাকে জমা দিত। 

প্রতিটি ফাইলের জন্য ৫৫০ টাকা থেকে ১০০০ টাকা করে নিত এই দুই কর্মচারী। যদিও জন্ম নিবন্ধনের সরকারি ফি-মাত্র ৫০ টাকা। এই কাজে তারা দেশের সব জেলার ক্লায়েন্টদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করত তার সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪ এর আওতাধীন এলাকার একটিমাত্র বিদ্যুৎ বিলের কাগজ সব আবেদনের সঙ্গে যুক্ত করে দিত। অনেক ক্ষেত্রে মিরপুরের একটি স্কুলের ট্রান্সক্রিপ্ট এডিট করে সেখানে শুধুমাত্র ছাত্র/ছাত্রীর নাম, বাবার নাম পরিবর্তন করে একই রোল ও রেজিস্ট্রেশন নম্বরে ট্রান্সক্রিপ্ট একাধিক আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিত এই চক্র। এই কাগজ কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই চক্রটিকে জন্ম সনদ দেওয়া হতো বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। 

জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই কর্মচারী অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে নিবন্ধনের দায়িত্বে থাকা অফিসারদের সহযোগিতায় আইডি পাসওয়ার্ড নিয়ে সার্ভারে ঢুকে ভুয়া তথ্য সংবলিত আবেদনপত্রে জন্ম-মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট ইস্যু করে মো. মাহবুব আলী ও মো. ফয়সালকে সরবরাহ করত। বিগত ৬ মাস ধরে তারা সার্ভারে অবৈধ অনুপ্রবেশ করে অন্তত তিন হাজার ভুয়া সনদ ইস্যু করেছে। এ কাজে তাঁদের অফিসের আরও কর্মচারী এবং সিটি করপোরেশনের উত্তর দক্ষিণসহ অন্যান্য অফিসেও এ রকম অসাধু কর্মচারী সক্রিয়ভাবে জড়িত আছে। 

সিটি করপোরেশনের এসব কর্মকর্তা ও কর্মীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত