প্রতিনিধি (গাজীপুর) কালিয়াকৈর
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন আগামীকাল রোববার অথচ এরই মধ্যে তিন দিন ধরে সেখানকার কাউন্সিলর প্রার্থী নিখোঁজ। এখন তাঁর খোঁজে স্বজনেরা উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে আহাজারি করছেন।
আজ শনিবার বিকেল ৪টার দিকে নির্বাচন কার্যালয়ের সামনে কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের (৪০) সন্ধান চেয়ে তাঁর স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের নিখোঁজের বিষয়ে গত বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর থানায় জিডি করে তাঁর পরিবার।
মেহেদী হাসানের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মসজিদে যাওয়ার কথা বলে বাসা হতে বের হয় মেহেদী। কিন্তু আজ পর্যন্ত বাসায় ফিরে আসেনি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। খোঁজাখুঁজি করে কোথাও তাঁকে পাওয়া যাচ্ছে না। এখন আমার ছেলেকে গুম করা হয়েছে, নাকি মেরে ফেলা হয়েছে-কিছু জানি না।’ এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন মেহেদী হাসানের বাবা।
স্ত্রী মাসুমা আক্তার আলো বলেন, ‘নির্বাচন চাই না, আমার স্বামীকে চাই। আমার স্বামীকে এনে দিন। আপনারা আমার স্বামীকে খুঁজে দিন। নির্বাচন অফিসার বলছেন, তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, বাকি কাজ তাদের।’
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান গাজী বলেন, ‘মেহেদী হাসান অনেক জনপ্রিয় নেতা। কাল নির্বাচন কিন্তু তিনি এখনো নিখোঁজ। এখানেই আমাদের সন্দেহ, শত্রুতার কারণে এমন হতে পারে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন আগামীকাল রোববার অথচ এরই মধ্যে তিন দিন ধরে সেখানকার কাউন্সিলর প্রার্থী নিখোঁজ। এখন তাঁর খোঁজে স্বজনেরা উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে আহাজারি করছেন।
আজ শনিবার বিকেল ৪টার দিকে নির্বাচন কার্যালয়ের সামনে কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের (৪০) সন্ধান চেয়ে তাঁর স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের নিখোঁজের বিষয়ে গত বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর থানায় জিডি করে তাঁর পরিবার।
মেহেদী হাসানের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মসজিদে যাওয়ার কথা বলে বাসা হতে বের হয় মেহেদী। কিন্তু আজ পর্যন্ত বাসায় ফিরে আসেনি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। খোঁজাখুঁজি করে কোথাও তাঁকে পাওয়া যাচ্ছে না। এখন আমার ছেলেকে গুম করা হয়েছে, নাকি মেরে ফেলা হয়েছে-কিছু জানি না।’ এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন মেহেদী হাসানের বাবা।
স্ত্রী মাসুমা আক্তার আলো বলেন, ‘নির্বাচন চাই না, আমার স্বামীকে চাই। আমার স্বামীকে এনে দিন। আপনারা আমার স্বামীকে খুঁজে দিন। নির্বাচন অফিসার বলছেন, তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, বাকি কাজ তাদের।’
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান গাজী বলেন, ‘মেহেদী হাসান অনেক জনপ্রিয় নেতা। কাল নির্বাচন কিন্তু তিনি এখনো নিখোঁজ। এখানেই আমাদের সন্দেহ, শত্রুতার কারণে এমন হতে পারে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। আজ ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্টদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা
৪ মিনিট আগেঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৯ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
১২ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
১৫ মিনিট আগে