Ajker Patrika

দিনে হল উদ্ধারের ঘোষণা দিয়ে রাতেই প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

জবি সংবাদদাতা 
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১০: ৫১
দিনে হল উদ্ধারের ঘোষণা দিয়ে রাতেই প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলের। আওয়ামী লীগ সরকারের পতনের আবারও জোরালোভাবে এই দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তবে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেই কর্মসূচি স্থগিত করে বার্তা দিয়েছে।    

সোমবার রাত ১২টার পর এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী। 

ভিডিও বার্তায় নূর নবী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল উদ্ধার আন্দোলনটি স্থগিত করছি। আপনারা সকলে জানেন-আওয়ামী লীগ স্বৈরাচার ১৫ আগস্ট কেন্দ্রিক বড় ধরনের ম্যাসাকার করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে তারা আমাদের ওপর ভর করে এটা শুরু করতে যাচ্ছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং টোকাই বাহিনীকে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের কিছু হলে সংখ্যালঘুদের বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চলমান আছে, তারা সেখানে গিয়ে হামলা করবে, লুটতরাজ চালাবে।’ 

তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়-দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পা চাটতো, হঠাৎ করে আমাদের একই পোস্টে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এটাও আমাদের সন্দেহের একটা কারণ ছিল। এই দুই মহল উভয়ই মিলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ম্যাসাকারের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করছি।’ 

অপর একটি ভিডিও বার্তায় আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে ডিন, চেয়ারম্যানদের সঙ্গে বসে আলোচনা করে, আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ 

এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১১টি হল দখলমুক্ত করার ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত