জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলের। আওয়ামী লীগ সরকারের পতনের আবারও জোরালোভাবে এই দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তবে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেই কর্মসূচি স্থগিত করে বার্তা দিয়েছে।
সোমবার রাত ১২টার পর এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।
ভিডিও বার্তায় নূর নবী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল উদ্ধার আন্দোলনটি স্থগিত করছি। আপনারা সকলে জানেন-আওয়ামী লীগ স্বৈরাচার ১৫ আগস্ট কেন্দ্রিক বড় ধরনের ম্যাসাকার করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে তারা আমাদের ওপর ভর করে এটা শুরু করতে যাচ্ছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং টোকাই বাহিনীকে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের কিছু হলে সংখ্যালঘুদের বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চলমান আছে, তারা সেখানে গিয়ে হামলা করবে, লুটতরাজ চালাবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়-দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পা চাটতো, হঠাৎ করে আমাদের একই পোস্টে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এটাও আমাদের সন্দেহের একটা কারণ ছিল। এই দুই মহল উভয়ই মিলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ম্যাসাকারের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করছি।’
অপর একটি ভিডিও বার্তায় আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে ডিন, চেয়ারম্যানদের সঙ্গে বসে আলোচনা করে, আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১১টি হল দখলমুক্ত করার ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলের। আওয়ামী লীগ সরকারের পতনের আবারও জোরালোভাবে এই দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তবে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেই কর্মসূচি স্থগিত করে বার্তা দিয়েছে।
সোমবার রাত ১২টার পর এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।
ভিডিও বার্তায় নূর নবী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল উদ্ধার আন্দোলনটি স্থগিত করছি। আপনারা সকলে জানেন-আওয়ামী লীগ স্বৈরাচার ১৫ আগস্ট কেন্দ্রিক বড় ধরনের ম্যাসাকার করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে তারা আমাদের ওপর ভর করে এটা শুরু করতে যাচ্ছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং টোকাই বাহিনীকে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের কিছু হলে সংখ্যালঘুদের বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চলমান আছে, তারা সেখানে গিয়ে হামলা করবে, লুটতরাজ চালাবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়-দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পা চাটতো, হঠাৎ করে আমাদের একই পোস্টে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এটাও আমাদের সন্দেহের একটা কারণ ছিল। এই দুই মহল উভয়ই মিলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ম্যাসাকারের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করছি।’
অপর একটি ভিডিও বার্তায় আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে ডিন, চেয়ারম্যানদের সঙ্গে বসে আলোচনা করে, আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১১টি হল দখলমুক্ত করার ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
৯ মিনিট আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে