নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘শুরুটা ভালো। তবে শঙ্কা আছে। নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয় তাহলে ফলাফল যাই হোক তা মেনে নেব।’
আজ সকাল ৮টা ১১ মিনিটে নগরীর রুপাতলী হাউজিং সোসাইটির আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এই মেয়র প্রার্থী।
ফয়জুল করীম বলেন, ‘শুরুটা ভালো, আলহামদুলিল্লাহ। শুধু কাউনিয়ার একটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টকে নামিয়ে দেওয়া হয়েছিলে। সেখানকার নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানালে পরে সেই সমস্যার সমাধান হয়। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। আটটা বাজার আগেই তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসে হাজির হয়েছেন।’
এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘আমি প্রশাসনকে বলবো, ভোটাররা যে বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন এবং কোনো অবস্থাতেই যেন ভোটের রেজাল্ট কারচুপি না করা হয়।’
কোন শঙ্কা আছে কীনা—সাংবাদিকদের এমন প্রশ্নে ফয়জুল করীম বলেন, ‘অবশ্যই আছে। দেখুন আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন প্রতিটি রেজাল্টের প্রিন্ট কপি তারা আমাদের দেবেন। আমরাও তাদের বলব, তারা যেন হাতে লেখা কোনো রেজাল্ট শিট আমাদের না দেয়।’
ফলাফল মেনে নেবেন যা কিছুই হোক না কেন— এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, ‘এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ভোট যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ আর গ্রহণযোগ্য হয় তাহলে যা হয় আমরা সেটাই মেনে নেব।’
ইভিএম নিয়ে শঙ্কা জানিয়ে এই প্রার্থী বলেন, ‘প্রত্যেকটি কেন্দ্রে হাত পাখার এজেন্ট আছে এবং ভোট সুষ্ঠু হলে সর্বোচ্চ ভোট জয় আমরা জয়ী হব।’
এই কেন্দ্রে আটটি বুথে ভোট দেবেন ২৫৮৯ জন ভোটার দেবেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘শুরুটা ভালো। তবে শঙ্কা আছে। নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয় তাহলে ফলাফল যাই হোক তা মেনে নেব।’
আজ সকাল ৮টা ১১ মিনিটে নগরীর রুপাতলী হাউজিং সোসাইটির আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এই মেয়র প্রার্থী।
ফয়জুল করীম বলেন, ‘শুরুটা ভালো, আলহামদুলিল্লাহ। শুধু কাউনিয়ার একটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টকে নামিয়ে দেওয়া হয়েছিলে। সেখানকার নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানালে পরে সেই সমস্যার সমাধান হয়। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। আটটা বাজার আগেই তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসে হাজির হয়েছেন।’
এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘আমি প্রশাসনকে বলবো, ভোটাররা যে বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন এবং কোনো অবস্থাতেই যেন ভোটের রেজাল্ট কারচুপি না করা হয়।’
কোন শঙ্কা আছে কীনা—সাংবাদিকদের এমন প্রশ্নে ফয়জুল করীম বলেন, ‘অবশ্যই আছে। দেখুন আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন প্রতিটি রেজাল্টের প্রিন্ট কপি তারা আমাদের দেবেন। আমরাও তাদের বলব, তারা যেন হাতে লেখা কোনো রেজাল্ট শিট আমাদের না দেয়।’
ফলাফল মেনে নেবেন যা কিছুই হোক না কেন— এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, ‘এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ভোট যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ আর গ্রহণযোগ্য হয় তাহলে যা হয় আমরা সেটাই মেনে নেব।’
ইভিএম নিয়ে শঙ্কা জানিয়ে এই প্রার্থী বলেন, ‘প্রত্যেকটি কেন্দ্রে হাত পাখার এজেন্ট আছে এবং ভোট সুষ্ঠু হলে সর্বোচ্চ ভোট জয় আমরা জয়ী হব।’
এই কেন্দ্রে আটটি বুথে ভোট দেবেন ২৫৮৯ জন ভোটার দেবেন।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
২ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৯ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৮ মিনিট আগে