শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে শ্রীপুর থানায় করা মামলায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এক যুবদল নেতা গ্রেপ্তার হয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন—উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন প্রধান (৪৫), মিন্টু মিয়া (৩৮), লালু (৩২), আল আমিন (২৫), কামাল হোসেন (৩৫), সাইদুল ইসলাম ব্যাপারী (৫০), শফিকুল ইসলাম ব্যাপারী (৪০), তামিম (৩০), তারেক (২৫) ও শাখাওয়াত হোসেন (২৮)। গ্রেপ্তার শফিকুল ইসলাম ব্যাপারী কাওরাইদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—শ্রীপুর থানার এসআই শামীম (৩৮) কনস্টেবল পলাশ (৩২) ও রফিকুল ইসলাম (৩৪)।
মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুরে থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গতকাল সোমবার ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে যায় পুলিশ। সেখানে যাওয়ার পরপরই অভিযুক্তরা পুলিশের ওপর হামলা চালায়। তাতে পুলিশের তিন সদস্য আহত হন। সন্ত্রাসীরা এ সময় পুলিশকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। কেড়ে নেয় পুলিশের ওয়াকিটকি, মোবাইল ফোন ও ডায়েরি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন মামলা করেছেন।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে জমি দখল করতে গিয়ে হামলায় ওমর ফারুক লিপু (৪০), স্মৃতি আক্তার (৩০) ও বাবু (২০) আহত হয়। মারধরের পর তাঁদের জিম্মি করে রাখলে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সেখানে পুলিশ যায়। পুলিশ গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে শ্রীপুর থানায় করা মামলায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এক যুবদল নেতা গ্রেপ্তার হয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন—উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন প্রধান (৪৫), মিন্টু মিয়া (৩৮), লালু (৩২), আল আমিন (২৫), কামাল হোসেন (৩৫), সাইদুল ইসলাম ব্যাপারী (৫০), শফিকুল ইসলাম ব্যাপারী (৪০), তামিম (৩০), তারেক (২৫) ও শাখাওয়াত হোসেন (২৮)। গ্রেপ্তার শফিকুল ইসলাম ব্যাপারী কাওরাইদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—শ্রীপুর থানার এসআই শামীম (৩৮) কনস্টেবল পলাশ (৩২) ও রফিকুল ইসলাম (৩৪)।
মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুরে থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গতকাল সোমবার ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে যায় পুলিশ। সেখানে যাওয়ার পরপরই অভিযুক্তরা পুলিশের ওপর হামলা চালায়। তাতে পুলিশের তিন সদস্য আহত হন। সন্ত্রাসীরা এ সময় পুলিশকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। কেড়ে নেয় পুলিশের ওয়াকিটকি, মোবাইল ফোন ও ডায়েরি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন মামলা করেছেন।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে জমি দখল করতে গিয়ে হামলায় ওমর ফারুক লিপু (৪০), স্মৃতি আক্তার (৩০) ও বাবু (২০) আহত হয়। মারধরের পর তাঁদের জিম্মি করে রাখলে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সেখানে পুলিশ যায়। পুলিশ গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
৪১ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
৪৪ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে