Ajker Patrika

ট্রিপল হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৫: ০৮
ট্রিপল হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জে আলোচিত ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে কাটাখালী-মুন্সিগঞ্জ সড়কে নিহতের পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা এ মানববন্ধন করেন। 

মানববন্ধন থেকে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগের নেতা ইমন ও সাকিব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে আসামিদের বিচারের দাবিতে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মসজিদের ইমাম, ছাত্র, দিনমজুরসহ এলাকার সর্বস্তরের মানুষ নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 

মানববন্ধনে নিহত আওলাদ হোসেন মিন্টুর সাত বছরের মেয়ে আয়শা বিনতে আওলাদ বলেন, ‘বাবাকে আমার খুব মনে পড়ে। অনেক ভালোবাসি বাবাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মহোদয় যেন ট্রিপল হত্যা মামলার আসামিদের বিচার করেন। আমার বাবার খুনিদের যেন গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়।’ 

এ সময় নিহতদের পরিবারের সদস্যরাসহ আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ, পৌর কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, অ্যাডভোকেট কাজী মোজাম্মেল রুমেল ও অ্যাডভোকেট নাজমা আক্তার নীরা। 

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মার্চ বুধবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ওয়ার্ড আওয়ামী সহসভাপতি আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা ইমন ও সাকিবকে। পরে ২৫ মার্চ বৃহস্পতিবার নিহত মিন্টু প্রধানের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত