Ajker Patrika

ভাঙ্গায় ইফতারির সময়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ 

ফরিদপুর প্রতিনিধি
ভাঙ্গায় ইফতারির সময়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ 

ফরিদপুরের ভাঙ্গায় ইফতারির সময়ে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হামিরদী ইউনিয়নে মনসুরাবাদ বাজারে এই সংঘর্ষ হয়। 

এতে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামবাসী জড়িয়ে পড়েন। খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় একটি বাজারের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ পূর্বে মনসুরাবাদ গ্রামের স্কুলছাত্র সাজ্জাদ হোসেনের সঙ্গে খাপুরা গ্রামের বাইজিদ নামে একজনের কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সে সময় এলাকার মাতুব্বররা মীমাংসা করে দেন। আজ বৃহস্পতিবার ইফতারির আগ মুহূর্তে সাজ্জাদ খাপুর এলাকায় গেলে বাইজিদের লোকজন তাকে হামলা করে। বিষয়টি ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। 

এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে সুযোগ সন্ধানী কিছু মানুষ মুনসুরাবাদ বাজারের দোকানপাট ভাঙচুর সহ মালামাল লুটে নেয়। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘ইফতারির আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত