Ajker Patrika

২ হাজার কোটি টাকা পাচার: কারাগারে থেকেই চেয়ারম্যান হলেন ফরিদপুরের সামচুল

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ০৯: ১৫
২ হাজার কোটি টাকা পাচার: কারাগারে থেকেই চেয়ারম্যান হলেন ফরিদপুরের সামচুল

কারাগারে থেকেই বিজয়ী হয়েছেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সামচুল আলম চৌধুরী। তিনি কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সামচুল আলম আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩১ হাজার ৯৩১ টি। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিঠু উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট। 

বুধবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ফরিদপুর সদরে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে সামচুল আলম চৌধুরী, মধুখালীতে ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে মোহাম্মদ মুরাদুজ্জামান ও চরভদ্রাসনে ১৬ হাজার ১৬ ভোট পেয়ে আনোয়ার আলী মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। 

রাত পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ। তবে এ সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।

এর আগে মঙ্গলবার ভোটের আগের দিন ২ হাজার কোটি টাকা পাচার মামলায় সামচুলকে কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই দিন তিনি আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

সামচুলের বিজয়ে বিজয় উল্লাস করছেন কর্মী-সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত