নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ তারিক শাফিন (২৩), কে এম ইসলাম (৩০), তানভীর রহমান স্বাধীন (২২), মো. আল নোমান (২২) ও মো. শিপন চৌধুরী (২২)।
ভাটারা থানা সূত্রে জানা গেছে, জাকির হোসেন বসুন্ধরা গেটের পাশে লন্ডন একরাম টাওয়ারসংলগ্ন ‘ভাই ভাই ফল ভান্ডার’ নামে একটি দোকান পরিচালনা করেন। ২৪ জুলাই ভোররাতে কারওয়ান বাজার থেকে ফল কিনে এনে নিজ দোকানে মালামাল গোছানোর সময় হঠাৎ অজ্ঞাতনামা ১৮-২০ জন ১০-১২টি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরদিন (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে অপহরণকারীরা জাকির হোসেনের মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁর স্ত্রী তাসলিমা আক্তারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। তাসলিমা আক্তার প্রথমে ৫ লাখ টাকা দিতে সম্মত হন এবং একই দিন বেলা ১টায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকানের সামনে গিয়ে অপহরণকারীদের হাতে টাকা তুলে দেন।
তবে সেই টাকা পেয়েও অপহরণকারীরা আরও দুই লাখ টাকা দাবি করে। ২৫ জুলাই বেলা ১১টার দিকে তিনি আবারও দুই লাখ টাকা দিয়ে দেন। এরপরও অপহরণকারীরা জাকির হোসেনকে মুক্তি দেয়নি। ২৫ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে তাসলিমা আক্তার ভাটারা থানায় লিখিত অভিযোগ করলে একটি অপহরণ মামলা রুজু হয়।
পুলিশ জানায়, মামলার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটারা থানার একটি চৌকস দল রাত ১১টা ৩০ মিনিটে বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে অভিযান চালিয়ে জাকির হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে বসুন্ধরা আবাসিক এলাকায় আরও একটি অভিযানে অংশ নিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুক্তিপণের নগদ ২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ তারিক শাফিন (২৩), কে এম ইসলাম (৩০), তানভীর রহমান স্বাধীন (২২), মো. আল নোমান (২২) ও মো. শিপন চৌধুরী (২২)।
ভাটারা থানা সূত্রে জানা গেছে, জাকির হোসেন বসুন্ধরা গেটের পাশে লন্ডন একরাম টাওয়ারসংলগ্ন ‘ভাই ভাই ফল ভান্ডার’ নামে একটি দোকান পরিচালনা করেন। ২৪ জুলাই ভোররাতে কারওয়ান বাজার থেকে ফল কিনে এনে নিজ দোকানে মালামাল গোছানোর সময় হঠাৎ অজ্ঞাতনামা ১৮-২০ জন ১০-১২টি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরদিন (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে অপহরণকারীরা জাকির হোসেনের মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁর স্ত্রী তাসলিমা আক্তারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। তাসলিমা আক্তার প্রথমে ৫ লাখ টাকা দিতে সম্মত হন এবং একই দিন বেলা ১টায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকানের সামনে গিয়ে অপহরণকারীদের হাতে টাকা তুলে দেন।
তবে সেই টাকা পেয়েও অপহরণকারীরা আরও দুই লাখ টাকা দাবি করে। ২৫ জুলাই বেলা ১১টার দিকে তিনি আবারও দুই লাখ টাকা দিয়ে দেন। এরপরও অপহরণকারীরা জাকির হোসেনকে মুক্তি দেয়নি। ২৫ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে তাসলিমা আক্তার ভাটারা থানায় লিখিত অভিযোগ করলে একটি অপহরণ মামলা রুজু হয়।
পুলিশ জানায়, মামলার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটারা থানার একটি চৌকস দল রাত ১১টা ৩০ মিনিটে বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে অভিযান চালিয়ে জাকির হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে বসুন্ধরা আবাসিক এলাকায় আরও একটি অভিযানে অংশ নিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুক্তিপণের নগদ ২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে