Ajker Patrika

ভাটারা থেকে অপহৃত ফল ব্যবসায়ী বেইলি রোডে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ তারিক শাফিন (২৩), কে এম ইসলাম (৩০), তানভীর রহমান স্বাধীন (২২), মো. আল নোমান (২২) ও মো. শিপন চৌধুরী (২২)।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, জাকির হোসেন বসুন্ধরা গেটের পাশে লন্ডন একরাম টাওয়ারসংলগ্ন ‘ভাই ভাই ফল ভান্ডার’ নামে একটি দোকান পরিচালনা করেন। ২৪ জুলাই ভোররাতে কারওয়ান বাজার থেকে ফল কিনে এনে নিজ দোকানে মালামাল গোছানোর সময় হঠাৎ অজ্ঞাতনামা ১৮-২০ জন ১০-১২টি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরদিন (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে অপহরণকারীরা জাকির হোসেনের মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁর স্ত্রী তাসলিমা আক্তারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। তাসলিমা আক্তার প্রথমে ৫ লাখ টাকা দিতে সম্মত হন এবং একই দিন বেলা ১টায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকানের সামনে গিয়ে অপহরণকারীদের হাতে টাকা তুলে দেন।

তবে সেই টাকা পেয়েও অপহরণকারীরা আরও দুই লাখ টাকা দাবি করে। ২৫ জুলাই বেলা ১১টার দিকে তিনি আবারও দুই লাখ টাকা দিয়ে দেন। এরপরও অপহরণকারীরা জাকির হোসেনকে মুক্তি দেয়নি। ২৫ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে তাসলিমা আক্তার ভাটারা থানায় লিখিত অভিযোগ করলে একটি অপহরণ মামলা রুজু হয়।

পুলিশ জানায়, মামলার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটারা থানার একটি চৌকস দল রাত ১১টা ৩০ মিনিটে বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে অভিযান চালিয়ে জাকির হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে বসুন্ধরা আবাসিক এলাকায় আরও একটি অভিযানে অংশ নিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুক্তিপণের নগদ ২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত