Ajker Patrika

কুমিল্লায় কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৭: ৩৭
কুমিল্লায় কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মিরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক বেণু ভূষণ এই তথ্য জানান।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বকুলনগর এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে নাছিমা আক্তার (৪০), তাঁর মেয়ে নুসরাত জাহান (১১) ও অটোরিকশাচালক দেলোয়ার হোসেন (৩৩)।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন।

কুমিল্লা মিরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেণু ভূষণ বলেন, রাতেই ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তিনজনের লাশ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত