চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসামে উত্তর জেলা বিএনপির নেতা–কর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ নেতা-কর্মী। ভাঙচুর করা হয় ১৫টি গাড়ি।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে লাকসাম বাইপাস ও জংশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, কৃষক দলের মো. নায়েব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ফারুক আহমেদ বাদশা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও সালাউদ্দিন আহমেদ।
তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া সাংবাদিকদের বলেন, ‘নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় লাকসাম বাইপাস এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে দুর্বৃত্তরা আমাদের গাড়িবহরে হামলা করে। এ সময় রাম দা দিয়ে কুপিয়ে ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আহত হন ২০-৩০ জন নেতা-কর্মী। তাঁদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহাত মোল্লা মজিবুল হক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘লাকসামে কোনো হামলার ঘটনা আমাদের জানা নেই। এ ব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগও করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসামে উত্তর জেলা বিএনপির নেতা–কর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ নেতা-কর্মী। ভাঙচুর করা হয় ১৫টি গাড়ি।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে লাকসাম বাইপাস ও জংশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, কৃষক দলের মো. নায়েব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ফারুক আহমেদ বাদশা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও সালাউদ্দিন আহমেদ।
তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া সাংবাদিকদের বলেন, ‘নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় লাকসাম বাইপাস এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে দুর্বৃত্তরা আমাদের গাড়িবহরে হামলা করে। এ সময় রাম দা দিয়ে কুপিয়ে ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আহত হন ২০-৩০ জন নেতা-কর্মী। তাঁদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহাত মোল্লা মজিবুল হক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘লাকসামে কোনো হামলার ঘটনা আমাদের জানা নেই। এ ব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগও করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন হতে পারে না বলে মনে করেন চারটি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। তাঁরা নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
৯ মিনিট আগেরাত থেকে রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টির ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে ডিএসসিসি। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১ ঘণ্টা আগেগাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। জানা গেছে, রোববার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেভোলার তজুমদ্দিনে বজ্রপাতে মো. তাহের মাঝি (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জেলে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে