হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলাটি দায়ের করেছেন তাঁদেরই ছেলে। আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।
নিহত ব্যবসায়ীর নাম মো. সিরাজুল ইসলাম (৪৫)। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী তানিয়া ইসলাম। নিহতের ছেলে মো. টুটুল বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলাটি করেন।
নিহত সিরাজুল ইসলাম হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সিরাজুল ইসলাম একসময় বিএনপি করতেন, পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের মেয়ে শিমু আক্তার বলেন, ‘উপজেলার ভুরভুরিয়া গ্রামে বাবার এক ধর্ম বোনের বাড়িতে যাতায়াতকে কেন্দ্র করে তাঁর মা-বাবার মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছে। পারিবারিক কলহের জেরে মাঝে মাঝে তার বাবাকে তাদের সামনেই মা বঁটি দিয়ে, ঝাড়ু নিয়ে মারতে যেতেন। প্রায়ই মা তাঁর বাবার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং ‘‘তোর রক্ত দিয়ে গোসল করমু’’ বলে হুমকি-ধমকি দিতেন।’
তিনি আরও বলেন, ‘প্রায় ৯ মাস যাবৎ মা আমাদের বাসায় থাকেন না। প্রতিবেশী ছবির মিয়া, পাপিয়া, কালন ও রাহিমার বাড়িতে থাকতেন। সেই বাড়িতে থেকেই বাবাকে বারবার মারার হুমকি দিতেন। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
গত শনিবার উপজেলার রামকৃষ্ণপুর বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন রোববার ভোরে সিরাজুল ইসলামকে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মাঈনুদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে হোমনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন লাশের সুরতহাল করে ঘটনাস্থল বাঞ্ছারামপুর হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য বাঞ্ছারামপুর থানার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ছেলে টুটুল বাদী হয়ে তাঁর মা তানিয়া ইসলামকে প্রধান আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
কুমিল্লার হোমনায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলাটি দায়ের করেছেন তাঁদেরই ছেলে। আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।
নিহত ব্যবসায়ীর নাম মো. সিরাজুল ইসলাম (৪৫)। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী তানিয়া ইসলাম। নিহতের ছেলে মো. টুটুল বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলাটি করেন।
নিহত সিরাজুল ইসলাম হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সিরাজুল ইসলাম একসময় বিএনপি করতেন, পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের মেয়ে শিমু আক্তার বলেন, ‘উপজেলার ভুরভুরিয়া গ্রামে বাবার এক ধর্ম বোনের বাড়িতে যাতায়াতকে কেন্দ্র করে তাঁর মা-বাবার মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছে। পারিবারিক কলহের জেরে মাঝে মাঝে তার বাবাকে তাদের সামনেই মা বঁটি দিয়ে, ঝাড়ু নিয়ে মারতে যেতেন। প্রায়ই মা তাঁর বাবার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং ‘‘তোর রক্ত দিয়ে গোসল করমু’’ বলে হুমকি-ধমকি দিতেন।’
তিনি আরও বলেন, ‘প্রায় ৯ মাস যাবৎ মা আমাদের বাসায় থাকেন না। প্রতিবেশী ছবির মিয়া, পাপিয়া, কালন ও রাহিমার বাড়িতে থাকতেন। সেই বাড়িতে থেকেই বাবাকে বারবার মারার হুমকি দিতেন। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
গত শনিবার উপজেলার রামকৃষ্ণপুর বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন রোববার ভোরে সিরাজুল ইসলামকে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মাঈনুদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে হোমনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন লাশের সুরতহাল করে ঘটনাস্থল বাঞ্ছারামপুর হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য বাঞ্ছারামপুর থানার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ছেলে টুটুল বাদী হয়ে তাঁর মা তানিয়া ইসলামকে প্রধান আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
যশোরের কেশবপুর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেছেন কার্ডধারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে কেশবপুর পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা যশোর-চুকনগর সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকেরা
১৩ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সদর বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী অন্তত পাঁচটি ঘর ভেঙে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন নদীর পাড়ের মানুষ।
১ ঘণ্টা আগেবাগেরহাটের চিতলমারী উপজেলায় দাদার বাড়িতে ঢাকা থেকে বেড়াতে এসেছিল ৯ বছরের শিশু নূর কাদের মোল্লা। পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে ডুবে যাচ্ছিল শিশুটি। বিষয়টি দেখতে পেয়ে নাতিকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন শাহজাহান মোল্লা (৮০)। কিন্তু দুজনের কেউ বেঁচে ফিরতে পারেনি।
১ ঘণ্টা আগে