Ajker Patrika

পিকআপের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগী নিহত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৯
পিকআপের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগী নিহত

কুমিল্লার চান্দিনায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাহারা খাতুন (৮৫) নামের এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্টেশন সংলগ্ন ধাঁনসিঁড়ি আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাহারা খাতুন কুমিল্লার মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের আবদু মিয়ার স্ত্রী। আহতেরা হলেন—নিহত সাহারা খাতুনের মেয়ে রুবি (৪০), পুত্রবধূ মমতাজ বেগম (৪৫) ও তাছলিমা আক্তার (৩৫)। আহত অ্যাম্বুলেন্স চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মামুন মিয়া জানান, চান্দিনা বাসস্টেশন সংলগ্ন এলাকায় আজ বিকেলে যানজটের কারণে ধীর গতিতে চলছিল গ্যাসের সিলিন্ডারবাহী পিকআপ। এ সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রোগী সাহারা খাতুনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত তাছলিমা আক্তার বলেন, ‘গত তিন দিন আগে আমার শাশুড়ির হার্ট অ্যাটাক করে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হই। পথে চান্দিনা বাস স্টেশন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ি।’

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর আহতাবস্থায়ই চালক পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ব্যবস্থা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত