প্রতিনিধি, সদর দক্ষিণ (কুমিল্লা)
কুমিল্লায় ট্রাকচাপায় মারা গেছেন শামছুল আলম রিপন (৩৩) নামের এক ছাত্রলীগ নেতা। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার রাত ৯টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুল আলম রিপন কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত ওসি বলেন, মহাসড়কের বারেক নামে একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বাস ছিল রিপন ও তাঁর এক বন্ধু। তাঁরা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এই ঘটনায় বারেক ও অপর একজন আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাইওয়ে ক্রসিং থানার ওসি বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় শ্রীমন্তপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহার উদ্দিন ও তাঁর রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলুসহ প্রমুখ।
কুমিল্লায় ট্রাকচাপায় মারা গেছেন শামছুল আলম রিপন (৩৩) নামের এক ছাত্রলীগ নেতা। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার রাত ৯টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুল আলম রিপন কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত ওসি বলেন, মহাসড়কের বারেক নামে একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বাস ছিল রিপন ও তাঁর এক বন্ধু। তাঁরা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এই ঘটনায় বারেক ও অপর একজন আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাইওয়ে ক্রসিং থানার ওসি বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় শ্রীমন্তপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহার উদ্দিন ও তাঁর রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলুসহ প্রমুখ।
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নালিতাবাড়ী থানা-পুলিশের একজন এএসআই, একজন কনস্টেবল এবং একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায়
২৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভা এলাকায় ২০১৯-২০ অর্থবছরে বাসাবাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প হাতে নেয় সরকার। এ জন্য ২৩ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ৪৬৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। পানি সরবরাহের জন্য ১৩৮ কিলোমিটার পাইপ ও ১০টি পাম্প হাউস স্থাপন করার কথা ছিল।
৮ ঘণ্টা আগেঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দরিদ্র কৃষক আজারুল ইসলাম। গত শনিবার স্ত্রী পান্না আক্তারের অস্ত্রোপচারের জন্য ওষুধসহ তাঁকে খরচ করতে হয়েছে প্রায় ৬ হাজার টাকা। অথচ এর আগেও একই ধরনের অপারেশনে একটি টাকাও খরচ করতে হয়নি। কারণ বিনা মূল্যের ওষুধ ও সরঞ্জাম পেতেন মা ও শিশুকল্যাণ কেন্দ্র থেকেই।
৮ ঘণ্টা আগেরাজধানীর তুরাগে মুখে মাস্ক পরে রাতের আঁধারে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তুরাগের ধউর এলাকায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করা হয়। যার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে