কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সাইফুল আজম সুজন হত্যার ঘটনায় আপন চার ভাইসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি জাকির হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নগরীর বারপাড়া এলাকার মো. জামাল হোসেন (৩০), মো. ইলিয়াস (২৫), মো. জাকির হোসেন (৪২)। পলাতক ছিলেন মো. নয়ন (২৪) মো. কামাল (৩০) ও মিঠুন (২৯)।
সরকারি কৌঁসুলি জাকির হোসেন জানান, মোট ৯ জন আসামির মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন অবস্থায় মারা যান। দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে নগরীর বারপাড়া এলাকার সহিদুর রহমানের ছেলে জামাল, কামাল, নয়ন ও মিঠুন আপন চার ভাই। বাকি দুজন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইলিয়াস ও হামিদ আলীর ছেলে জাকির হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বেসরকারি একটি প্রতিষ্ঠানের শিক্ষক জাহেদুল আলম সুজনকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা একেএম ফারুক আজম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক মো. নাসির উদ্দিন মৃধা ২০১১ সালের ২২ মে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে এক আসামি মৃত্যুবরণ করেছেন।
কুমিল্লায় নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সাইফুল আজম সুজন হত্যার ঘটনায় আপন চার ভাইসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি জাকির হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নগরীর বারপাড়া এলাকার মো. জামাল হোসেন (৩০), মো. ইলিয়াস (২৫), মো. জাকির হোসেন (৪২)। পলাতক ছিলেন মো. নয়ন (২৪) মো. কামাল (৩০) ও মিঠুন (২৯)।
সরকারি কৌঁসুলি জাকির হোসেন জানান, মোট ৯ জন আসামির মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন অবস্থায় মারা যান। দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে নগরীর বারপাড়া এলাকার সহিদুর রহমানের ছেলে জামাল, কামাল, নয়ন ও মিঠুন আপন চার ভাই। বাকি দুজন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইলিয়াস ও হামিদ আলীর ছেলে জাকির হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বেসরকারি একটি প্রতিষ্ঠানের শিক্ষক জাহেদুল আলম সুজনকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা একেএম ফারুক আজম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক মো. নাসির উদ্দিন মৃধা ২০১১ সালের ২২ মে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে এক আসামি মৃত্যুবরণ করেছেন।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
২ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে