Ajker Patrika

কুমিল্লায় বিড়ালের র‍্যাম্প শো শনিবার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৬: ১৯
কুমিল্লায় বিড়ালের র‍্যাম্প শো শনিবার

কুমিল্লায় প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে হতে যাচ্ছে বিড়ালের র‍্যাম্প শো। একই সঙ্গে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর শনিবার সকালে কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এ আয়োজন করেছে ‘বিড়ালের বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠান।

এই আয়োজনে স্লোগান রাখা হয়েছে—‘প্রাণী নির্যাতন বন্ধ করি, তাদের প্রতি যত্নশীল হই।’

আজ সোমবার দুপুরে কুমিল্লা নগরীর রানীর বাজার সড়কে বিড়ালের বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিড়ালের বাড়ির অ্যাডমিন ও কুমিল্লা দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।

সাইফ উদ্দিন রনী বলেন, বর্তমান সময়ে কারণে-অকারণে প্রাণীদের ওপর নির্যাতন করা হয়। প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে কুমিল্লায় ‘বিড়ালের বাড়ি’ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এখানে প্রাণী চিকিৎসার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হয়ে থাকে। মূলত জনসচেতনতা বাড়াতেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম ইমরুল, দেলোয়ার হোসাইন আকাইদ, আরিফুর রহমান মজুমদার, আশিকুর রহমান আশিক, জহিরুল হক বাবু, তৌহিদ খন্দাকার তপু, মো. মাঈন উদ্দিন, বিপ্লব চক্রবর্তী, নান্টু সাহা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত