কুমিল্লা প্রতিনিধি
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সবকিছুরই উন্নতি হয়েছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তাহলে আজ কেন অবরোধ, উন্নয়ন বাধাগ্রস্ত করতে তাহলে অবরোধ। আজ আমাদের কোনো দুর্ভোগ নেই। বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা দেশের অভ্যন্তরীণ বিষয় নয়।’
আজ রোববার কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে মন্ত্রী সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথির বক্তব্যে দেন রিপাবলিক অব মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা রাশিদ আহমেদ।
মো. তাজুল ইসলাম বলেন, ‘সংবিধানে মৌলিক অধিকার ও করণীয় নির্ধারণ করা আছে। নির্বাচন সংবিধানের বাধ্যবাধকতায় যথা সময়ে হবে। আমাদের সংবিধান আমরা ধ্বংস করতে পারি না, দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারি না। আমেরিকায় ৩৬ কোটি মানুষ আছে। আমাদের দেশের ১৭ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন না করার কোনো সুযোগ নেই।’
বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কিসের ওপর ভিত্তি করে আপনাদের আন্দোলন। আমরা এক সময় আন্দোলন–সংগ্রাম করেছি। হরতাল–অবরোধ করেছিলাম এ কারণে যে আমাদের আশা–আকাঙ্ক্ষার প্রতি প্রতারণা করা হয়েছিল। আমাদের খাদ্যঘাটতির পূরণ হয়নি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়নি। দেশকে পিছিয়ে নেওয়া হয়েছিল।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, ভারতের ত্রিপুরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শংকর দে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মইন।
সমাবর্তন বক্তার বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, ধন্যবাদ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, স্বাগত বক্তব্য দেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সবকিছুরই উন্নতি হয়েছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তাহলে আজ কেন অবরোধ, উন্নয়ন বাধাগ্রস্ত করতে তাহলে অবরোধ। আজ আমাদের কোনো দুর্ভোগ নেই। বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা দেশের অভ্যন্তরীণ বিষয় নয়।’
আজ রোববার কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে মন্ত্রী সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথির বক্তব্যে দেন রিপাবলিক অব মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা রাশিদ আহমেদ।
মো. তাজুল ইসলাম বলেন, ‘সংবিধানে মৌলিক অধিকার ও করণীয় নির্ধারণ করা আছে। নির্বাচন সংবিধানের বাধ্যবাধকতায় যথা সময়ে হবে। আমাদের সংবিধান আমরা ধ্বংস করতে পারি না, দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারি না। আমেরিকায় ৩৬ কোটি মানুষ আছে। আমাদের দেশের ১৭ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন না করার কোনো সুযোগ নেই।’
বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কিসের ওপর ভিত্তি করে আপনাদের আন্দোলন। আমরা এক সময় আন্দোলন–সংগ্রাম করেছি। হরতাল–অবরোধ করেছিলাম এ কারণে যে আমাদের আশা–আকাঙ্ক্ষার প্রতি প্রতারণা করা হয়েছিল। আমাদের খাদ্যঘাটতির পূরণ হয়নি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়নি। দেশকে পিছিয়ে নেওয়া হয়েছিল।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, ভারতের ত্রিপুরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শংকর দে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মইন।
সমাবর্তন বক্তার বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, ধন্যবাদ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, স্বাগত বক্তব্য দেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মোহা. মনিরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনিক অরাজকতা এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ভর্তি, পরীক্ষা, সার্টিফিকেট ইস্যু থেকে শুরু করে টেন্ডার, নির্মাণ ও অর্থের ব্যবহার—প্রতিটি ক্ষেত্রে গুরুতর অনিয়মের অভিযোগ তাঁর
৩ ঘণ্টা আগেসুন্দরবনের নদী-খাল-বিলে এখন মাছ ধরার নতুন কৌশল কীটনাশক নামের বিষ। পূর্ব সুন্দরবনসংলগ্ন দোকান কিংবা অনলাইনে অর্ডার করলেই মিলছে রিপকার্ড, রোটেনন, কার্বোফুরানসহ নানা কীটনাশক। এগুলো ব্যবহার করে একসঙ্গে প্রচুর মাছ ধরছে জেলেরা। এতে মাছ ধরা সহজ হলেও হুমকির মুখে পড়ছে পুরো বনের জীববৈচিত্র্য।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস)সহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে প্রাথমিক প্রার্থী তালিকায় হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন ছেলেসহ বিজয়ী হয়েছেন ২২ জন।
৬ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ফোরামের পক্ষ থেকে আগামীকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক
৬ ঘণ্টা আগে