চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়ার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। গত সোমবার আহত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া বাদী হয়ে তিন ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত ১৫ জনকে অভিযুক্ত করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ছাত্রলীগ নেতা মো. আক্তার হোসেন রানা (২৬), চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি (২৩) ও রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী জামিল আহমেদ (২২)।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ কলেজের ফটকের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে শিক্ষার্থী আজাদ ও পিয়ন এমরান হোসেন রাজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে কলেজের পিয়ন এমরান হোসেন রাজনকে মারধর করে শিক্ষার্থী আজাদ। ওই ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়াকে জানানোর কারণে পরদিন সকালে পিয়ন রাজনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র বের করে পিয়নকে ধাওয়া করা হয়। দৌড়ের মাঝখানে টিউবওয়েলে পরে গিয়ে শিক্ষার্থী আজাদ আঘাত প্রাপ্ত হয়। এর একদিন পর গত ১৬ মার্চ আসামিরা ক্যাম্পাসে এসে ক্লাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় অধ্যক্ষ মনিরুল ইসলামকে সামনে পেয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। আহত অবস্থায় অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়াকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে চান্দিনা থানায় এজাহার দায়ের করলেও তা গ্রহণ করেনি চান্দিনা থানা-পুলিশ।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সুমন বলেন, আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ডাকযোগের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাটি থানায় চলে যাবে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘আদালতের মামলার কপি আমরা এখনো পাইনি। অভিযোগ হাতে পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। থানায় লিখিত অভিযোগ করেছিল। আমরা তদন্ত করছি।’
কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়ার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। গত সোমবার আহত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া বাদী হয়ে তিন ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত ১৫ জনকে অভিযুক্ত করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ছাত্রলীগ নেতা মো. আক্তার হোসেন রানা (২৬), চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি (২৩) ও রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী জামিল আহমেদ (২২)।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ কলেজের ফটকের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে শিক্ষার্থী আজাদ ও পিয়ন এমরান হোসেন রাজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে কলেজের পিয়ন এমরান হোসেন রাজনকে মারধর করে শিক্ষার্থী আজাদ। ওই ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়াকে জানানোর কারণে পরদিন সকালে পিয়ন রাজনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র বের করে পিয়নকে ধাওয়া করা হয়। দৌড়ের মাঝখানে টিউবওয়েলে পরে গিয়ে শিক্ষার্থী আজাদ আঘাত প্রাপ্ত হয়। এর একদিন পর গত ১৬ মার্চ আসামিরা ক্যাম্পাসে এসে ক্লাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় অধ্যক্ষ মনিরুল ইসলামকে সামনে পেয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। আহত অবস্থায় অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়াকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে চান্দিনা থানায় এজাহার দায়ের করলেও তা গ্রহণ করেনি চান্দিনা থানা-পুলিশ।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সুমন বলেন, আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ডাকযোগের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাটি থানায় চলে যাবে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘আদালতের মামলার কপি আমরা এখনো পাইনি। অভিযোগ হাতে পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। থানায় লিখিত অভিযোগ করেছিল। আমরা তদন্ত করছি।’
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর এলাকার জেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটিকে।
৬ মিনিট আগেসিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৪ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা। বিক্ষোভ থেকে গড়িয়েছে সহিংসতায়। থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। আগুন দেওয়া হয়েছে মোটরসাইকেলে। এসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় মানিক মিয়া (৬৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সহসভাপতি ছিলেন।
১ ঘণ্টা আগে