Ajker Patrika

কুমিল্লার সেই আ.লীগ নেতার কুশপুতুল পোড়ালেন নেতাকর্মীরা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি। 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২২: ২৬
কুমিল্লার সেই আ.লীগ নেতার কুশপুতুল পোড়ালেন নেতাকর্মীরা

কুমিল্লার দেবিদ্বারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্পর্কে নানা বিরূপ মন্তব্যের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের কুশপুতুল পুড়িয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা।
 
আজ মঙ্গলবার রাত ৮টায় দেবিদ্বার স্কয়ার হাসপাতাল সংলগ্ন থেকে একটি প্রতিবাদ ও মশাল মিছিল বের হয়। পরে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে যেয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তাঁর ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করে। 

প্রতিবাদ সভয় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, একজন দায়িত্ববান নেতা পদে থেকে দল নিয়ে যেভাবে বিরূপ মন্তব্য করেছেন তা নিন্দনীয় ও অত্যন্ত জঘন্য। আমরা তাঁর মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাই। 

জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার এবং বিএনপি দলীয় দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া বক্তব্যে রোশন আলী মাস্টার বিএনপি নেতার সঙ্গে নিজ দলের বিরুদ্ধে চরম আপত্তিকর কথা বার্তা বলতে শোনা যায়। তিনি বলেন যারা নৌকা করে সব রাজাকারের বাচ্চা। কি করবেন, যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। এতে কুমিল্লা উত্তর জেলাসহ দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত