হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় তাঁর ৮ মাস বয়সী সন্তান। দ্রুত সন্তানকে তুলে আনতে গেলে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান দুজনকেই পিষে দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা-মেয়ের।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোমনা সরকারি কলেজ রোডের টিঅ্যান্ডটি অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ফেরদৌসী (১৮) ও তাঁর ৮ মাস বয়সী মেয়ে সায়দা। ফেরদৌসী হোমনা বাজারের গার্লস স্কুল মার্কেটের মানিক ডিজিটালের মালিক সজল সরকারের স্ত্রী আর সায়দা তাঁদের একমাত্র সন্তান।
প্রত্যক্ষদর্শী ও নিহতের গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরদৌসী তাঁর মেয়ে সায়দাকে কোলে নিয়ে উপজেলার ভবানীপুর গ্রামে তাঁর নানাবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে বাবার বাড়িতে আসছিলেন। এ সময় হোমনা সরকারি কলেজ রোডের টিঅ্যান্ডটি অফিসের সামনে এলে অটোরিকশাটি সড়কের পাশে একটি ইটের ওপর ধাক্কা লেগে কাত হয়ে যায়। তখন ফেরদৌসীর কোলের সন্তান সায়দা ছিটকে সড়কে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মেয়েকে সড়ক থেকে তুলে কোলে নিতে গেলে একটি কাভার্ড ভ্যান দুজনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস ছালাম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা-মেয়ের মৃত্যু হয়েছে। মা বুকে এবং মেয়েটি মাথায় আঘাত পেয়েছে।’
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কাভার্ড ভ্যান ও অটোরিকশার চালক তাঁদের নিজ নিজ গাড়ি রেখে পালিয়ে গেছেন। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেননি।’
অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় তাঁর ৮ মাস বয়সী সন্তান। দ্রুত সন্তানকে তুলে আনতে গেলে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান দুজনকেই পিষে দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা-মেয়ের।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোমনা সরকারি কলেজ রোডের টিঅ্যান্ডটি অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ফেরদৌসী (১৮) ও তাঁর ৮ মাস বয়সী মেয়ে সায়দা। ফেরদৌসী হোমনা বাজারের গার্লস স্কুল মার্কেটের মানিক ডিজিটালের মালিক সজল সরকারের স্ত্রী আর সায়দা তাঁদের একমাত্র সন্তান।
প্রত্যক্ষদর্শী ও নিহতের গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরদৌসী তাঁর মেয়ে সায়দাকে কোলে নিয়ে উপজেলার ভবানীপুর গ্রামে তাঁর নানাবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে বাবার বাড়িতে আসছিলেন। এ সময় হোমনা সরকারি কলেজ রোডের টিঅ্যান্ডটি অফিসের সামনে এলে অটোরিকশাটি সড়কের পাশে একটি ইটের ওপর ধাক্কা লেগে কাত হয়ে যায়। তখন ফেরদৌসীর কোলের সন্তান সায়দা ছিটকে সড়কে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মেয়েকে সড়ক থেকে তুলে কোলে নিতে গেলে একটি কাভার্ড ভ্যান দুজনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস ছালাম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা-মেয়ের মৃত্যু হয়েছে। মা বুকে এবং মেয়েটি মাথায় আঘাত পেয়েছে।’
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কাভার্ড ভ্যান ও অটোরিকশার চালক তাঁদের নিজ নিজ গাড়ি রেখে পালিয়ে গেছেন। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেননি।’
চলতি বছর ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত উপকূলীয় জেলা বরগুনায় গত মাসে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও চলতি মাসে ফের চোখ রাঙানি দিচ্ছে। ইতিমধ্যে চলতি বছর জেলায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। আর বেসরকারি হিসাবে মৃত্যুর তালিকাও অর্ধশত অতিক্রম করেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ...
১ মিনিট আগেকর্ণফুলী টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের কারণে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলে ট্রাফিক ডাইভারসন কার্যকর থাকবে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের আয়োজন, অর্থায়ন এবং লোক সরবরাহের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি আইনশৃঙ্খলা...
৭ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছরের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের কোনো ভূমিকা ছিল না। বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্য ছিল। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি।
৯ মিনিট আগে