Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় রান্নাঘরে মিলল ৭০ কেজি গাঁজা, যুবক পলাতক

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৭: ১৮
ব্রাহ্মণপাড়ায় রান্নাঘরে মিলল ৭০ কেজি গাঁজা, যুবক পলাতক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাইফুল ইসলাম ওরফে জীবন (৩০) নামের এক যুবকের বাড়ির রান্নাঘর থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সাইফুল পালিয়ে যান। 

 ৭০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল। 

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল গতকাল সন্ধ্যায় উপজেলার গঙ্গানগর এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুলের রান্না ঘর থেকে ছয়টি বস্তা ভর্তি ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল পালিয়ে যান। 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ আটক এক তরুণএ ছাড়া আজ মঙ্গলবার সকালে একই উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকা থেকে মাদক পাচারের অভিযোগে মো. নাঈম মিয়া (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার নাঈমের বাড়ি উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের শশীদল গ্রামে। 

ওসি মাহমুদুল বলেন, ‘পলাতক সাইফুল ও গ্রেপ্তার নাঈমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নাঈমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত