Ajker Patrika

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৩, ১৭: ০৮
কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে ইয়াসিন আরাফাত নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
তিনি আজকের পত্রিকাকে জানান, রাতে পাহাড়তলী ইসলামপুর এলাকায় পাহাড় ধসের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। এ সময় মাটির নিচ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিন ও মোহাম্মদ রাসেল জানান, রাতে কয়েকজন শ্রমিক পাহাড় কাটছিলেন। এ সময় বৃষ্টির হলে পাহাড় ধসে পড়ে। এতে বেশির ভাগ শ্রমিক সরে যেতে পারলেও ইয়াসিন (২২) মাটি চাপা পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। 
 
এদিকে নিহত ইয়াসিন মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছেন এলাকাবাসী। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মা-বাবাসহ শহরের পাহাড়তলী ইসলামপুরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

রাজশাহীতে পিস্তল হাতে ভাইরাল ছাত্রলীগ নেতা, পুলিশের দাবি—নজরে আসেনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত