কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শফি প্রকাশকে (২৮) আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় গহিন পাহাড়ে তাঁর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এ তথ্য জানান।
আটক ডাকাত শফি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে।
র্যাব কর্মকর্তা কামরুল হাসান জানান, শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে র্যাব এক মাস ধরে নজরদারি ও অভিযান চালিয়ে আসছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, ডাকাত শফি ও তাঁর সহযোগীরা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬-এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অবস্থান করছে। এ খবর পেয়ে র্যাবের একটি দল গতকাল সোমবার রাত ১১টায় সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করা হয়। আটকের পর তাঁকে ছিনিয়ে নিতে র্যাব সদস্যদের লক্ষ্য করে তাঁর সহযোগীরা চার থেকে পাঁচটি গুলি চালায়। জবাবে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা তিনটি গুলি ছোড়েন।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল জানান, শফির দেওয়া তথ্যমতে গহিন পাহাড়ের আস্তানা থেকে একটি ওয়ান শুটারগান, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি অ্যান্টিপারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শটগানের খালি কার্তুজ, তিনটি গ্রেনেড ও ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, ডাকাত শফির বিরুদ্ধে দুটি হত্যা, দুটি ডাকাতির প্রস্তুতি, ছয়টি অস্ত্র, ছয়টি মারামারিসহ ২১টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও স্থানীয়দের জিম্মি করে রাখতেন এবং পাহাড়ি এলাকায় একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আটক শফি ডাকাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শফি প্রকাশকে (২৮) আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় গহিন পাহাড়ে তাঁর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এ তথ্য জানান।
আটক ডাকাত শফি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে।
র্যাব কর্মকর্তা কামরুল হাসান জানান, শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে র্যাব এক মাস ধরে নজরদারি ও অভিযান চালিয়ে আসছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, ডাকাত শফি ও তাঁর সহযোগীরা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬-এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অবস্থান করছে। এ খবর পেয়ে র্যাবের একটি দল গতকাল সোমবার রাত ১১টায় সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করা হয়। আটকের পর তাঁকে ছিনিয়ে নিতে র্যাব সদস্যদের লক্ষ্য করে তাঁর সহযোগীরা চার থেকে পাঁচটি গুলি চালায়। জবাবে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা তিনটি গুলি ছোড়েন।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল জানান, শফির দেওয়া তথ্যমতে গহিন পাহাড়ের আস্তানা থেকে একটি ওয়ান শুটারগান, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি অ্যান্টিপারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শটগানের খালি কার্তুজ, তিনটি গ্রেনেড ও ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, ডাকাত শফির বিরুদ্ধে দুটি হত্যা, দুটি ডাকাতির প্রস্তুতি, ছয়টি অস্ত্র, ছয়টি মারামারিসহ ২১টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও স্থানীয়দের জিম্মি করে রাখতেন এবং পাহাড়ি এলাকায় একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আটক শফি ডাকাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
২ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে