কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/২ তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ২ নম্বর ক্যাম্প/ইস্ট, ব্লক-ডি/৪ এর গফুর আহমদের ছেলে নুর মোহাম্মদ (১৭) ও ৭ নম্বর ক্যাম্প ব্লক-সি/৬ এর আহমদ হোসেনের ছেলে সামসু আলম (২৩)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আজ বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী ৬ নম্বর ক্যাম্প, ব্লক-ডি/ এর ২ নম্বর পাহাড়ের সামনে খেলার মাঠে কয়েকজন রোহিঙ্গার ওপর হামলা চালায়। এ সময় দুইজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ নুর মোহাম্মদ ঘটনাস্থলে মারা যায়। তার বুকের নিচে বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। আরেক গুলিবিদ্ধ সামসু আলমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/২ তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ২ নম্বর ক্যাম্প/ইস্ট, ব্লক-ডি/৪ এর গফুর আহমদের ছেলে নুর মোহাম্মদ (১৭) ও ৭ নম্বর ক্যাম্প ব্লক-সি/৬ এর আহমদ হোসেনের ছেলে সামসু আলম (২৩)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আজ বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী ৬ নম্বর ক্যাম্প, ব্লক-ডি/ এর ২ নম্বর পাহাড়ের সামনে খেলার মাঠে কয়েকজন রোহিঙ্গার ওপর হামলা চালায়। এ সময় দুইজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ নুর মোহাম্মদ ঘটনাস্থলে মারা যায়। তার বুকের নিচে বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। আরেক গুলিবিদ্ধ সামসু আলমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন), ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল বলেন, "অযোগ্য কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবে পদ দখল করে রাখায় সিটি করপোরেশনে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। উপ-সহকারী থেকে সহকারী প্রকৌশলী না হয়ে সরাসরি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ায় তাদের অভিজ্ঞতার ঘাটতি
৫ মিনিট আগেরাজধানীর উত্তরখান থেকে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী দলের নেতা মোরশেদ আলম (৪৮) ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। অন্যরা হলেন— মোরশেদের সহযোগী মো. আলম (২৮), মো. হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নিচু থাকায় বর্ষাকালে পুরোটাই পানিতে ডুবে যায়। এর ফলে পথচারী ও রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৃহস্পতিবার ভোরে দুই পক্ষের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইদন মিয়া। তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য পাঁচজন নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
১ ঘণ্টা আগে