Ajker Patrika

সেন্ট মার্টিনে সাগরে ভেসে আসা ২ নারী-পুরুষের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৫: ৫৬
সেন্ট মার্টিনে সাগরে ভেসে আসা ২ নারী-পুরুষের লাশ উদ্ধার

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের সৈকতে অজ্ঞাতপরিচয় দুই নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জোয়ারের সঙ্গে লাশ দুটি ভেসে আসে।

পুলিশ জানিয়েছে, আজ বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। তাঁদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে ওসি আরও বলেন, সকালে সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা সৈকতে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। লাশ দুটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। তবে তাঁদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মোহাম্মদ জোবায়ের বলেন, ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাঁদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত