চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কাপাড়া গ্রামের সড়ক থেকে তরুণকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত তরুণের নাম মো. জাকের হোসেন (১৮)। তিনি ওই এলাকার মাছ বিক্রেতা আব্দুল কাদেরের ছেলে। তিনি বাবার সঙ্গে মাছ বিক্রিতে সহায়তা করতেন।
চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা আজকের পত্রিকাকে বলেন, পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। তাঁর বুকের বাম পাঁজর ও বাম রানের মাংস পেশিতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো ছুরির আঘাতে জাকের নিহত হয়েছেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত জাকের এর বাবা আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কারও সঙ্গে শক্রতা নেই। কে বা কারা, কী কারণে হত্যা করেছে, তিনি জানেন না। তবে তিনি ছেলে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, নিহত তরুণের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়েছে। পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা চালাচ্ছেন।
নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক ইয়াছিন।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কাপাড়া গ্রামের সড়ক থেকে তরুণকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত তরুণের নাম মো. জাকের হোসেন (১৮)। তিনি ওই এলাকার মাছ বিক্রেতা আব্দুল কাদেরের ছেলে। তিনি বাবার সঙ্গে মাছ বিক্রিতে সহায়তা করতেন।
চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা আজকের পত্রিকাকে বলেন, পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। তাঁর বুকের বাম পাঁজর ও বাম রানের মাংস পেশিতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো ছুরির আঘাতে জাকের নিহত হয়েছেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত জাকের এর বাবা আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কারও সঙ্গে শক্রতা নেই। কে বা কারা, কী কারণে হত্যা করেছে, তিনি জানেন না। তবে তিনি ছেলে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, নিহত তরুণের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়েছে। পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা চালাচ্ছেন।
নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক ইয়াছিন।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৩ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৪ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে