জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বেলা ১টার দিকে জীবননগরের বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে মেহগনিবাগানের মধ্যে নায়েক মো. মশিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ভারত থেকে অনুপ্রবেশের সময় পাঁচ নারী ও পাঁচ শিশুকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানান, পাঁচ দিন আগে গুজরাট পুলিশ তাদের আটক করে। পরে ২৮ মে তাদের ট্রেনে করে কলকাতা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ২৯ মে রাত ১১টার দিকে বাসে করে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্প এলাকায় এনে রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে গুজরাট পুলিশ বিএসএফের উপস্থিতিতে সীমান্ত পিলার ৬১/৭-এস বরাবর গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
উল্লেখ্য, এর আগে ২৫ মে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ৭৬ জন বাংলাদেশিকে পুশ ইন করেছিল বিএসএফ।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বেলা ১টার দিকে জীবননগরের বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে মেহগনিবাগানের মধ্যে নায়েক মো. মশিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ভারত থেকে অনুপ্রবেশের সময় পাঁচ নারী ও পাঁচ শিশুকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানান, পাঁচ দিন আগে গুজরাট পুলিশ তাদের আটক করে। পরে ২৮ মে তাদের ট্রেনে করে কলকাতা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ২৯ মে রাত ১১টার দিকে বাসে করে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্প এলাকায় এনে রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে গুজরাট পুলিশ বিএসএফের উপস্থিতিতে সীমান্ত পিলার ৬১/৭-এস বরাবর গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
উল্লেখ্য, এর আগে ২৫ মে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ৭৬ জন বাংলাদেশিকে পুশ ইন করেছিল বিএসএফ।
গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
১৯ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক ভাই ও তাদের চাচা। রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আজ রোববার একটি মামলা দায়ের করেছেন।
১ ঘণ্টা আগেনন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনশন কর্মসূচিতে আনুমানিক ১৫ থেকে ২০ জন শিক্ষক রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।
১ ঘণ্টা আগে