নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে ‘ইসলামি গান’ পরিবেশনের ঘটনায় মহানগর পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত এবং চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্যের নামে মামলা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন কমিটির অর্থ সম্পাদক সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন।
মামলায় চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য হলেন—শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮), গোলাম মোস্তফা (২৭) ও মো. মামুন (৩৬)। এর মধ্যে ঘটনার দিন রাতেই শহীদুল করিম ও মো. নুরুল ইসলামকে আটকের পর সন্ধ্যায় এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মণ্ডপে ইসলামিক গান পরিবেশন করার ঘটনায় গানের শিল্পী চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ও পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের নাম উল্লেখ করে মামলা করেছে সুকান্ত বিকাশ মহাজন। মামলায় অজ্ঞাত কোনো আসামি করা হয়নি। ওই সংগঠনটির পরিবেশন করা দুটি গানের মধ্যে একটি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে প্রতীয়মান হয়েছে বলে জানান তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কোরবানিগঞ্জ এলাকায় জেএম সেন হলে একটি পূজামণ্ডপের মঞ্চে সংগঠনটির ছয় সদস্য দুটি সংগীত পরিবেশন করেন। এর মধ্যে একটি সংগীত ইসলামি গান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে যাওয়ার পর সনাতন ধর্মাবলম্বীরা ওই দিন রাতেই বিক্ষোভের পাশাপাশি সেখানকার সড়ক অবরোধ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোড়ন সৃষ্টি হয়। পরে এ ঘটনায় পূজা কমিটির দায়িত্বে থাকা একজনকে বরখাস্তের পাশাপাশি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেওয়া হয়। কিন্তু তখন মামলাটি রেকর্ড হয়নি। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
এরপর আজ শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন করে পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, পুলিশের হাতে আটক শহীদুল করিম (৪২) তানজিমুল উম্মাহ মাদ্রাসা ও নুরুল ইসলাম (৩৪) দারুল ইরফান একাডেমির শিক্ষক। অনুষ্ঠানে গান পরিবেশন করা শিল্পীরা মাদ্রাসার শিক্ষক।
উল্লেখ্য, এই গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান জানিয়েছিলেন, মহানগর পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গান দুটি পরিবেশন করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, অন্যটি সম্প্রীতির গান ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এ ঘটনায় পূজা উদ্যাপন কমিটি থেকে সজল দত্তকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে ‘ইসলামি গান’ পরিবেশনের ঘটনায় মহানগর পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত এবং চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্যের নামে মামলা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন কমিটির অর্থ সম্পাদক সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন।
মামলায় চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য হলেন—শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮), গোলাম মোস্তফা (২৭) ও মো. মামুন (৩৬)। এর মধ্যে ঘটনার দিন রাতেই শহীদুল করিম ও মো. নুরুল ইসলামকে আটকের পর সন্ধ্যায় এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মণ্ডপে ইসলামিক গান পরিবেশন করার ঘটনায় গানের শিল্পী চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ও পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের নাম উল্লেখ করে মামলা করেছে সুকান্ত বিকাশ মহাজন। মামলায় অজ্ঞাত কোনো আসামি করা হয়নি। ওই সংগঠনটির পরিবেশন করা দুটি গানের মধ্যে একটি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে প্রতীয়মান হয়েছে বলে জানান তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কোরবানিগঞ্জ এলাকায় জেএম সেন হলে একটি পূজামণ্ডপের মঞ্চে সংগঠনটির ছয় সদস্য দুটি সংগীত পরিবেশন করেন। এর মধ্যে একটি সংগীত ইসলামি গান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে যাওয়ার পর সনাতন ধর্মাবলম্বীরা ওই দিন রাতেই বিক্ষোভের পাশাপাশি সেখানকার সড়ক অবরোধ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোড়ন সৃষ্টি হয়। পরে এ ঘটনায় পূজা কমিটির দায়িত্বে থাকা একজনকে বরখাস্তের পাশাপাশি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেওয়া হয়। কিন্তু তখন মামলাটি রেকর্ড হয়নি। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
এরপর আজ শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন করে পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, পুলিশের হাতে আটক শহীদুল করিম (৪২) তানজিমুল উম্মাহ মাদ্রাসা ও নুরুল ইসলাম (৩৪) দারুল ইরফান একাডেমির শিক্ষক। অনুষ্ঠানে গান পরিবেশন করা শিল্পীরা মাদ্রাসার শিক্ষক।
উল্লেখ্য, এই গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান জানিয়েছিলেন, মহানগর পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গান দুটি পরিবেশন করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, অন্যটি সম্প্রীতির গান ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এ ঘটনায় পূজা উদ্যাপন কমিটি থেকে সজল দত্তকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩৬ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে