Ajker Patrika

কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৬: ৩৭
কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা

কুমিল্লায় নিজ বাড়িতে ছাত্রদের পড়ানোর সময় এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে ওই শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। 

নিহত শিক্ষক গোলাম রসূল লিটন (৪৮) নলকুড়ি গ্রামের মজুমদার বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একই গ্রামের সাফায়াত আলী (৩০)। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা বলছে, গোলাম রসূল লিটন স্থানীয় একটি নূরানী কিন্ডারগার্টেনের শিক্ষক। গতকাল সন্ধ্যার দিকে কয়েকজন শিক্ষার্থীকে তিনি প্রাইভেট পড়াচ্ছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা সাফায়াত শিক্ষক গোলাম রসূল লিটনকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে সদর দক্ষিণ থানা ওসি মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সাফায়াত আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ (বৃহস্পতিবার) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত